The Bangladesh Today | Uniting people everyday

ঢাকা বৃহস্পতিবার, ০২ ডিসেম্বর ২০২১

অক্ষয় কুমার ও জন আব্রাহামের স্নায়ুযুদ্ধ

অক্ষয় কুমার ও জন আব্রাহামের স্নায়ুযুদ্ধ
ছবি: সংগৃহীত

বলিউডের দুই জনপ্রিয় তারকা জন আব্রাহাম এবং অক্ষয় কুমার। ‘গরম মাশালা’ সিনেমাতে একসঙ্গে স্ক্রিন শেয়ারও করেছিলেন তারা। কিন্তু বলিউডের আনাচে কানাচে কান পাতলেই শোনা যায় তাদের ‘স্নায়ুযুদ্ধে’র কথা। কিন্তু কী নিয়ে এই স্নায়ুযুদ্ধ? 

খুব শীঘ্রই মুক্তি পাবে জন আব্রাহামের নতুন সিনেমা ‘সত্যমেব জয়তে টু’। নিজের সিনেমার প্রোমোশনে এসে অক্ষয় কুমার অভিনীত ‘সূর্যবংশী’র প্রশংসাই করতে দেখা যায় জনকে।

বলেন, "করোনা পরিস্থিতিতে যখন কোনও কিছুর উপর নিয়ন্ত্রণ ছিল না, তখন ‘সূর্যবংশী’ সেই দরজাটা খুলে দিয়েছে। আশা করছি, আমাদের সিনেমাতেও দর্শক আসবেন এবং অবশ্যই বিনোদন পাবেন।"

উল্লোখ্য ২০১৮ সালে জন আব্রাহামের ‘সত্যমেব জয়তে’ এবং অক্ষয় কুমারের ‘গোল্ড’ সিনেমার মুক্তি নিয়ে দুজনার মধ্যে তিক্ততা প্রকাশ পায়। পরের বছরই আবারো অক্ষয়ের ‘মিশন মঙ্গল’ এবং জন আব্রাহামের ‘বাটলা হাউজ’ একইদিনে মুক্তি পাওয়ায় তিক্ততা নাকি আরও বেড়ে যায়।

এবার ‘সূর্যবংশী’র প্রশংসা করে হয়তো সেই তিক্ততায় সামান্য মলম লাগালেন জন। 

সূত্র: এবিপি আনন্দ


সর্বশেষ