The Bangladesh Today | Uniting people everyday

ঢাকা বৃহস্পতিবার, ০২ ডিসেম্বর ২০২১

২৪ ঘণ্টায় বেড়েছে মৃত্যু, কমেছে শনাক্ত

২৪ ঘণ্টায় বেড়েছে মৃত্যু, কমেছে শনাক্ত
ফাইল-ছবি

 গত ২৪ ঘণ্টায় করোনাভাইরাসে দেশে ৯ জনের মৃত্যু হয়েছে। শনাক্ত হয়েছে ২৩৭ জন। এ নিয়ে দেশে করোনায় মৃতের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ২৭ হাজার ৯৭০ জনে। মোট শনাক্ত রোগীর সংখ্যা দাঁড়িয়েছে ১৫ লাখ ৭৫ হাজার ১৮৫ জনে।

বৃহস্পতিবার (২৫ নভেম্বর) স্বাস্থ্য অধিদপ্তর থেকে পাঠানো করোনাবিষয়ক নিয়মিত সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।

গতকাল (বুধবার) ৩ জনের মৃত্যু ও ৩১২ জনের করোনা শনাক্তের কথা জানিয়েছিল অধিদপ্তর।

সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়, একদিনে করোনা থেকে সুস্থ হয়েছেন ৩৬০ জন। এ পর্যন্ত মোট সুস্থ হয়েছেন ১৫ লাখ ৩৯ হাজার ৫৫৩ জন। মারা যাওয়াদের ৩ জন পুরুষ, ৬ জন নারী। ঢাকায় ৬ জন, চট্টগ্রাম, খুলনা ও রংপুরে ১ জন করে মারা গেছেন। বাকি বিভাগগুলোতে কারো মৃত্যু হয়নি।

 


সর্বশেষ