The Bangladesh Today | Uniting people everyday

ঢাকা বৃহস্পতিবার, ০২ ডিসেম্বর ২০২১

কুমিল্লায় কাউন্সিলর হত্যার বিচার দাবিতে মেয়রসহ সহকর্মী কাউন্সিলরদের মানববন্ধন

কুমিল্লায় কাউন্সিলর হত্যার বিচার দাবিতে মেয়রসহ সহকর্মী কাউন্সিলরদের মানববন্ধন
ছবি: প্রতিনিধি

শাহাজাদা এমরান, কুমিল্লা: কুমিল্লা সিটি কর্পোরেশনের মেয়র মনিরুল হক সাক্কুর নেতৃত্বে  সিটির সকল কাউন্সিলররা তাদের সহকর্মী ১৭ নং ওয়ার্ড কাউন্সিলর সোহেল হত্যার প্রতিবাদে ও বিচারের দাবীতে মানববন্ধন করেছে কুমিল্লায়।

বৃহস্পতিবার (২৫ নভেম্বর) দুপুরে আয়োজিত এ মানববন্ধনে মেয়র কাউন্সিলরসহ বিপুল সংখ্যক মানুষ অংশ গ্রহন করেন। 

মানববন্ধনে অংশ নিয়ে মেয়র মনিরুল হক সাক্কু বলেন, কুমিল্লার ইতিহাসে এমন ন্যক্কারজনক ঘটনা আগে কখনও ঘটেনি। আমরা সিটি করপোরেশনের সকল কাউন্সিলর ও নগরবাসী এক হয়েছি। খুনিদের দ্রæত গ্রেফতার ও দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানাই। যদি দ্রুত আইনের আওতায় আনা না হয় তাহলে আগামীতে আরও কঠোর কর্মসূচি পালন করা হবে।

এসময় প্যানেল মেয়র জমির উদ্দিন খান জম্পি, ২ নম্বর ওয়ার্ড কাউন্সিলর মাসুদ, ৩ নম্বর ওয়ার্ড কাউন্সিলর সরকার মাহমুদ জাবেদসহ বিভিন্ন পর্যায়ের কাউন্সিলর ও কর্মকর্তারা বক্তব্য রাখেন। 

মানববন্ধনশেষে মেয়র সাক্কুর নেতৃত্বে আসামিদের গ্রেফতার ও শাস্তির দাবি জানিয়ে কুমিল্লা জেলা প্রশাসক মোহাম্মদ কামরুল হাসান ও পুলিশ সুপার ফারুক আহমেদ বরাবর স্মারকলিপি প্রদান করা হয়।

২২ নভেম্বর  বিকেল সাড়ে ৪টার দিকে নগরীর পাথুরিয়াপাড়া এলাকার নিজ কার্যালয়ে একদল  মুখোশধারী দুবর্ৃেত্তর গুলিতে নিহত হন কাউন্সিলর সোহেলসহ দুইজন। এ ঘটনায় আহত হয় আরো ৫জন। 
 


সর্বশেষ

আরও পড়ুন