The Bangladesh Today | Uniting people everyday

ঢাকা বৃহস্পতিবার, ০২ ডিসেম্বর ২০২১

নদী বাঁচাও আন্দোলনের ১৭ দফা বাস্তবায়নের দাবিতে বগুড়া জেলা প্রশাসকের কাছে স্মারকলিপি প্রদান

নদী বাঁচাও আন্দোলনের ১৭ দফা বাস্তবায়নের দাবিতে বগুড়া জেলা প্রশাসকের কাছে স্মারকলিপি প্রদান
ছবি: টিবিটি

বাংলাদেশ নদী বাঁচাও আন্দোলনের ১৬ তম প্রতিষ্ঠা বাষির্কীতে ১৭ দফা বাস্তবায়নের দাবিতে দেশের প্রতিটি জেলার জেলা প্রশাসকদের কাছে স্মারকলিপি দেওয়া হয়েছে।

সংগঠনটির কেন্দ্রীয় কর্মসূচী অনুযায়ি বৃহস্পতিবার (২৫ নভেম্বর) বগুড়া জেলা প্রশাসক মো. জিয়াউল হক-এর কাছেও স্মারকলিপি দেওয়া হয়।

বাংলাদেশ নদী বাঁচাও আন্দোলনের বগুড়া জেলা শাখার পক্ষ থেকে স্মারকলিপি দেন সংগঠনের সভাপতি আব্দুর রহিম বগ্রা, সিনিয়র সহ-সভাপতি মো. রেজাউল হক বাবু, সাধারন সম্পাদক আব্দুল বারী, সংগঠনের তথ্য সম্পাদক মো. মতিউর রহমান সরকার ও সদস্য মো. শাহ আলম। 

উল্লেখ্য, সুজলা সুফলা, শস্য শ্যামল নদী মাতৃক বাংলাদেশ খ্যাত বাংলাদেশের পরিবেশ, জীব বৈচিত্র, প্রাকৃতিক ভারসাম্য, মানুষের জীবন জীবিকা, অর্থনীতি, সাহিত্য সংস্কৃতি, সামাজিক বন্ধন সব কিছুই আবহমান কাল থেকে নদ নদী গুলো উপর নির্ভরশীল। দেশের নদ-নদী গুলো রক্ষায় বাংলাদেশ নদী বাঁচাও আন্দোলন ২০০৫ সালের ২৫ নভেম্বরের সুচনা লগ্ন থেকে কাজ করে যাচ্ছে। 


সর্বশেষ

আরও পড়ুন