The Bangladesh Today | Uniting people everyday

ঢাকা শনিবার, ২২ জানুয়ারী ২০২২

‘ইসরাইলকে কোনও রকমের পূর্বশর্ত ছাড়াই এনপিটিতে যুক্ত হতে হবে’

‘ইসরাইলকে কোনও রকমের পূর্বশর্ত ছাড়াই এনপিটিতে যুক্ত হতে হবে’
ছবি: সংগৃহীত

জাতিসংঘে নিযুক্ত ইসলামি প্রজাতন্ত্র ইরানের স্থায়ী প্রতিনিধি মাজিদ তাখতে রাভাঞ্চি বলেছেন, ইহুদিবাদী ইসরাইলের পরমাণু কর্মসূচি হচ্ছে মধ্যপ্রাচ্যের জন্য বাস্তব হুমকি।

তিনি বলেন, মধ্যপ্রাচ্যকে গণবিধ্বংসী অস্ত্রমুক্ত করতে হলে সবার আগে ইহুদিবাদী ইসরাইলকে পরমাণু নিরস্ত্রীকরণ চুক্তি বা এনপিটিতে সই করতে হবে।প পরমাণু ও গণবিধ্বংসী অস্ত্রমুক্ত মধ্যপ্রাচ্য গঠন শীর্ষক অধিবেশনে দেয়া বক্তৃতায় মাজিদ তাখতে রাভাঞ্চি একথা বলেন।

তিনি বলেন, মধ্যপ্রাচ্যকে গণবিধ্বংসী অস্ত্র মুক্ত করতে হলে সবার আগে ইসরাইলকে আন্তর্জাতিক সমস্ত সংশ্লিষ্ট চুক্তি ও সংস্থায় যোগ দিতে বাধ্য করতে হবে এবং এ সংক্রান্ত যত নিয়ম কানুন রয়েছে তার সবই মেনে চলতে হবে।

তবে সবার আগে ইসরাইলকে কোনো রকমের পূর্বশর্ত ছাড়াই পরমাণু নিরস্ত্রীকরণ চুক্তি বা এনপিটিতে যুক্ত হতে হবে এবং তার সমস্ত পরমাণু কর্মসূচি আন্তর্জাতিক আণবিক শক্তি সংস্থা বা আইএইএ'র পর্যবেক্ষণের আওতায় আনতে হবে।

ইহুদিবাদী ইসরাইলের পরমাণু কর্মসূচিতে আমেরিকার অন্ধ সমর্থন এবং সহযোগিতার কঠোর সমালোচনা করেন ইরানের রাষ্ট্রদূত।

সূত্র: পার্সটুডে।