The Bangladesh Today | Uniting people everyday

ঢাকা শনিবার, ২২ জানুয়ারী ২০২২

করোনায় আক্রান্ত অভিনেত্রী শ্রীলেখা

করোনায় আক্রান্ত অভিনেত্রী শ্রীলেখা
ফাইল-ছবি

পশ্চিমবঙ্গের আলোচিত অভিনেত্রী শ্রীলেখা মিত্র করোনা আক্রান্ত হলেন।গতকাল শুক্রবার (৭ জানুয়ারি) রিপোর্ট আসার পরই সোশ্যাল মিডিয়ায় জানিয়েছেন অভিনেত্রী। ফেসবুকে শুধুমাত্র ‘পজিটিভ’ লিখে পোস্ট করেছেন তিনি। এর বৃহস্পতিবার রাতে করোনা পরীক্ষা করিয়েছিলেন শ্রীলেখা।

শ্রীলেখা মিত্র জানান, আগে তার মাথা ব্যথা ও জ্বরের মতো উপসর্গ থাকলেও এখন মাথা ও কান ভার হয়ে রয়েছে। একের পর এক করোনা আক্রান্তের খবরে বিপর্যস্ত টলিউড।

বৃহস্পতিবার করোনা আক্রান্ত হয়েছেন অভিনেতা সোহম চক্রবর্তী। সোশ্যাল মিডিয়ায় পোস্ট করে অভিনেতা জানালেন, তিনি ও তার পরিবারের সবাই করোনা আক্রান্ত। সেইসঙ্গে অভিনেতা সবাইকে করোনার সুরক্ষাবিধি মেনে চলার অনুরোধ করেছেন।