The Bangladesh Today | Uniting people everyday

ঢাকা শনিবার, ২২ জানুয়ারী ২০২২

রাবিতে স্নাতকে ভর্তির সময়সীমা আবারও বাড়ল

রাবিতে স্নাতকে ভর্তির সময়সীমা আবারও বাড়ল
ফাইল-ছবি

রাজশাহী বিশ্ববিদ্যালয়ের (রাবি) ২০২০-২১ শিক্ষাবর্ষের স্নাতক (সম্মান) প্রথম বর্ষে ভর্তির সময়সীমা বাড়ানো হয়েছে। বৃহস্পতিবার (১৩ জানুয়ারি) বিকেলে বিশ্ববিদ্যালয়ের জনসংযোগ দফতরের প্রশাসক অধ্যাপক প্রদীপ কুমার পাণ্ডে এ তথ্য নিশ্চিত করেছেন।

অধ্যাপক প্রদীপ কুমার পাণ্ডে বলেন, প্রথম বর্ষের ভর্তির সময়সীমা ছিল ১৫ জানুয়ারি পর্যন্ত। বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন বিভাগে আসন ফাঁকা থাকায় এ সময়সীমা ৩১ জানুয়ারি পর্যন্ত বৃদ্ধি করা হয়েছে।

বিশ্ববিদ্যালয়ের একাডেমিক শাখা জানায়, ২১ ডিসেম্বর থেকে প্রথমবর্ষের একাডেমিক কার্যক্রম শুরু হয়। যেসব শিক্ষার্থী রাবিতে ভর্তি হয়েছিলেন, তাদের অনেকেই নিয়মিত ভর্তি বাতিল করে অন্য বিশ্ববিদ্যালয়গুলোতে ভর্তি হচ্ছেন। এতে বিভিন্ন বিভাগে অনেক আসন ফাঁকা হচ্ছে। এ কারণে ভর্তির সময়সীমা আবারও বাড়ানো হয়েছে।


আরও পড়ুন