The Bangladesh Today | Uniting people everyday

ঢাকা মঙ্গলবার, ০৯ অগাস্ট ২০২২

চুয়েটের সাথে যুক্তরাষ্ট্রের কোপিন স্টেট ইউনিভার্সিটির সমঝোতা স্মারক স্বাক্ষর

চুয়েটের সাথে যুক্তরাষ্ট্রের কোপিন স্টেট ইউনিভার্সিটির সমঝোতা স্মারক স্বাক্ষর
ছবি: টিবিটি

চট্টগ্রাম প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় (চুয়েট)-এর প্রকৌশল ও প্রযুক্তি অনুষদের সাথে যুক্তরাষ্ট্রের ম্যারিল্যান্ডের বাল্টিমোরের কোপিন স্টেট ইউনিভার্সিটির সেন্টার ফর ন্যানোটেকনোলজি’র একটি দ্বিপাক্ষিক সমঝোতা স্মারক স্বাক্ষরিত হয়েছে।

এই চুক্তির আওতায় আগামী ৫ বছর দুই বিশ্ববিদ্যালয়ের যৌথ গবেষণা কার্যক্রম, শিক্ষক-শিক্ষার্থী বিনিময়, যৌথ  সেমিনার-কর্মশালা আয়োজন প্রভৃতি সুবিধা ভোগ করবে।

আজ বৃহস্পতিবার সকাল সাড়ে ১১ টায় বিশ্ববিদ্যালয়ের প্রি-ইঞ্জিনিয়ারিং ভবনের আইআইসিটি’র সেমিনার কক্ষে এই সমঝোতা স্মারক স্বাক্ষরিত হয়।

চুক্তিতে চুয়েটের পক্ষে প্রকৌশল ও প্রযুক্তি অনুষদের ভারপ্রাপ্ত ডিন অধ্যাপক ড. মো. মইনুল ইসলাম এবং সেন্টার ফর ন্যানোটেকনোলজি’র পক্ষে সেন্টারের প্রতিষ্ঠাতা পরিচালক প্রফেসর ড. জামাল উদ্দিন নিজ নিজ প্রতিষ্ঠানের প্রতিনিধি হিসেবে স্বাক্ষর করেন।

সমঝোতা স্মারকে চুয়েটের পক্ষে রসায়ন বিভাগের বিভাগীয় প্রধান অধ্যাপক ড. ম.ক. মোহাম্মদ জিয়াউল হায়দার এবং সেন্টার ফর ন্যানোটেকনোলজি’র পক্ষে গবেষণা অনুষদের ড. উইলিয়াম ই. ঘান সমন্বয়ক ছিলেন।


আরও পড়ুন