The Bangladesh Today | Uniting people everyday

ঢাকা শনিবার, ২২ জানুয়ারী ২০২২

সিনেমা মুক্তি পেলে ধারণা পাল্টে যাবে: আরিফিন শুভ

সিনেমা মুক্তি পেলে ধারণা পাল্টে যাবে: আরিফিন শুভ
ছবি: সংগৃহীত

‘নূর’ সিনেমার ফার্স্ট লুক প্রকাশ করেছেন ঢাকাই সিনেমার জনপ্রিয় চিত্রনায়ক আরিফিন শুভ। সেখানে দেখা মিলেছে, কদমছাঁট চুলে বিধ্বস্ত অবস্থায় হাতে নায়িকার ছবি ধরে পাগলের মতো বসে আছেন নায়ক। মুখে রয়েছে অসংখ্য কাটাছেঁড়ার দাগ।

এমন ফাস্টলুক প্রকাশের পর থেকে সোশ্যাল মিডিয়ায় চলছে আলোচনা; প্রশংসার যেমন পাচ্ছেন তেমনি লুক নিয়ে সিনেমা গল্প সম্পর্কে ধারণা নিচ্ছেন।

‘নূর’ সিনেমার ফাস্টলুক প্রকাশের পর গণমাধ্যমে আরিফিন শুভ বলেন, ‘দর্শকদের ভালো লাগছে এটুকুই। অনেকেই পোস্টার দেখে নানা ধরনের মন্তব্য করছেন। গল্প সম্পর্কে বিভিন্নজন বিভিন্ন ধারণা করছেন। তবে এটুকুই বলতে পারি, সিনেমা মুক্তি পেলে সব ধারণা পাল্টে যাবে।’

এর আগে আরিফিন শুভ জানিয়েছিলেন, ‘সিনেমাটি প্রেমের গল্প। আমি যে নূর চরিত্রে অভিনয় করছি, এমন চরিত্রে দর্শকেরা আমাকে আগে কখনো দেখেননি।’

গেল বছরের সেপ্টেম্বরে পাবনা সদরে ‘নূর’ সিনেমার দৃশ্য ধারণ শুরু করা হয়। সেটি শেষ হয় নভেম্বর মাসে। সিনেমাটির নায়িকা হিসেবে যোগ দিয়েছেন ২০১৮ সালের ‘মিস ওয়ার্ল্ড বাংলাদেশ’ বিজয়ী জান্নাতুল ফেরদৌস ঐশী।

শাপলা মিডিয়ার প্রযোজনায় তরুণ পরিচালক রায়হান রাফি পরিচালনা করেছেন ‘নূর’ সিনেমাটি।