The Bangladesh Today | Uniting people everyday

ঢাকা শনিবার, ২২ জানুয়ারী ২০২২

নিখোঁজের ৩ দিন পর ঢাবি অধ্যাপকের লাশ উদ্ধার

নিখোঁজের ৩ দিন পর ঢাবি অধ্যাপকের লাশ উদ্ধার
ফাইল-ছবি

ঢাকা বিশ্ববিদ্যালয়ের (ঢাবি) পুষ্টি ও খাদ্যবিজ্ঞান ইনস্টিটিউটের অবসরপ্রাপ্ত অধ্যাপক সাইদা খালেকের লাশ উদ্ধার করা হয়েছে। তিন দিন আগে নিখোঁজ হয়েছিলেন তিনি। আজ শুক্রবার সকালে গাজীপুরের পানিশাইল এলাকায় তার ভাড়া বাসার অদূরে লাশ পাওয়া যায়। এ ঘটনায় সন্দেহভাজন কয়েকজনকে আটক করেছে পুলিশ।

ঢাকা বিশ্ববিদ্যালয়ের প্রক্টর অধ্যাপক ড. একেএম গোলাম রব্বানী গণমাধ্যমকে এ তথ্য নিশ্চিত করেছেন। তিনি বলেন, অবসরপ্রাপ্ত অধ্যাপক সাইদা খালেককে শত্রুতার জেরে হত্যা করা হয়েছে। সন্দেহভাজন ব্যক্তিকে আটক করে পুলিশ জিজ্ঞাসাবাদ করলে সে ঘটনার দায় স্বীকার করে।

ঢাকা বিশ্ববিদ্যালয় শিক্ষক সমিতির সাধারণ সম্পাদক অধ্যাপক ড. নিজামুল হক ভূইয়া বলেন, নতুন বাড়ি নির্মাণের কাজ চলাকালে শ্রমিকদের সঙ্গে হয়তো সাইদা খালেকের মনোমালিন্য হয়েছিল। এর জেরেই তাকে হত্যা করা হয়েছে।


আরও পড়ুন