The Bangladesh Today | Uniting people everyday

ঢাকা সোমবার, ২৩ মে ২০২২

‘পুতুলনাচের ইতিকথা’য় কুসুমের চরিত্রে জয়া

‘পুতুলনাচের ইতিকথা’য় কুসুমের চরিত্রে জয়া

কলকাতার সিনেমায় একের পর এক চমক দেখিয়ে চলেছেন বাংলাদেশের জনপ্রিয় অভিনেত্রী জয়া আহসান। এবার তিনি যুক্ত হলেন মানিক বন্দ্যোপাধ্যয়ের লেখা পাঠকপ্রিয় উপন্যাস ‘পুতুলনাচের ইতিকথা’ নিয়ে নির্মিতব্য সিনেমায়!

একই নামে সিনেমাটি নির্মাণ করছেন হারবার্ট, চতুরঙ্গ, মহানগর কলকাতা এবং কাঙাল মালসাট ছবিগুলোর নির্মাতা সুমন মুখোপাধ্যায়।

সিনেমাতে মূল উপন্যাসের নামটাই রাখছেন পরিচালক। জানা গেছে, সিনেমাটির প্রধান চরিত্রে দেখা যাবে আবীর চট্টোপাধ্যায়, জয়া আহসান, পরমব্রত চট্টোপাধ্যায়কে। উপন্যাসের শশীর চরিত্রে রয়েছেন আবীর। জয়াকে দেখা যাবে কুসুমের ভূমিকায়। কুমুদের চরিত্রটি করছেন পরমব্রত।

পরিচালক সুমন মুখোপাধ্যায় জানান, ‘‘এই ছবিটার জন্য দুটো জিনিস খুব জরুরি ছিল। দক্ষ অভিনেতা এবং বড় বাজেট। ভাল অভিনেতা নির্বাচনের পাশাপাশি ছবির বিপণনের দিকটাও মাথায় রাখতে হয় এখন। আবীর, জয়া, পরম সেই ব্যালান্সটা করতে পারবে। প্রযোজক সমীরণ দাস (ক্যালাইডোস্কোপ) বাজেটের বিষয়ে আমাকে নির্ভার করেছেন। এই ছবির শুটিং শিডিউল ২৫ দিনের, যেটা বাংলা ছবিতে এখন দেখা যায় না।’’

পরিচালক আরো জানান, ‘‘মূল উপন্যাসে সময়টা আরও পিছনে ছিল, আমি খানিকটা এগিয়ে এনেছি। তাছাড়া উপন্যাসের সব কিছু ছবির চালচিত্রে ধরানো সম্ভব নয়। দুটো মাধ্যমের চলন আলাদা। আমি চারিত্রিক রসায়নের উপরে বেশি জোর দিয়েছি।’’

সিনেমাটির অন্য দুই গুরুত্বপূর্ণ চরিত্রে রয়েছেন ধৃতিমান চট্টোপাধ্যায় এবং অনন্যা চট্টোপাধ্যায়। আবহসঙ্গীতের দায়িত্বে থাকছেন প্রবুদ্ধ বন্দ্যোপাধ্যায়। সিনেমাটিতে তিরিশের দশকের শেষের দিক থেকে চল্লিশের দশকের শুরু পর্যন্ত ফ্রেমবন্দী হবে।

পরিচালক আরো জানিয়েছেন, তার ছবিতে শশীর অংশটা বেশি গুরুত্ব পাচ্ছে। তিনি বলেন, ‘আমার মতে, মানিকবাবুর সৃষ্টির মধ্যে শশী অসম্ভব জোরালো একটা চরিত্র।’