ঢাবিতে সশরীরে পাঠদান বন্ধ, হল খোলা থাকবে: উপাচার্য

আগামী ৬ ফেব্রুয়ারী পর্যন্ত সশরীরে পাঠদান বন্ধ রাখার সিদ্ধান্ত নিয়েছে ঢাকা বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ । করোনার ওমিক্রন ধরনের মহামারীর বিস্তার রোধে এ পদক্ষেপ নেয়া হয় বলে গণমাধ্যমকে জানান ঢাবি উপাচার্য অধ্যাপক মোঃ আখতারুজ্জামান ।
এসময় তিনি আরও বলেন, " হল বন্ধ করলে শিক্ষার্থীরা বিপদে পড়বে। তাই এখনই হল বন্ধ করা হবে না। নির্দেশনা অনুযায়ী স্বাস্থ্যবিধি মেনে হলে অবস্থান করবে শিক্ষার্থীরা। সীমিত পরিসরে সকাল ০৯:০০টা থেকে বেলা ০১:০০টা পর্যন্ত স্বাস্থ্যবিধি মেনে অফিস কার্যক্রম চলবে।"
সেশনজট এড়াতে বিভাগগুলো অনলাইনে পরীক্ষা ও পাঠদান কার্যক্রম অব্যাহত রাখতে পারবে । তবে হল বন্ধ করার বিষয়ে এখনো কোন নোটিশ দেয় নি বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ । জরুরি পরিসেবাসমূহ (বিদ্যুৎ, পানি, গ্যাস, ইন্টারনেট, স্বাস্থ্যসেবা, পরিষ্কার-পরিচ্ছন্নতা ইত্যাদি) যথারীতি অব্যাহত থাকবে।
উল্লেখ্য, করোনা সংক্রমণ ফের উদ্বেগজনক হারে বাড়তে শুরু করেছে। মৃত্যুর সংখ্যা কম থাকলেও লাফিয়ে লাফিয়ে বৃদ্ধি পাচ্ছে শনাক্তের সংখ্যা। ঢাকা বিশ্ববিদ্যালয়ের (ঢাবি) করোনা পরীক্ষার ল্যাবে গত এক সপ্তাহে অন্তত ৪০ জনের করোনা শনাক্ত হয়েছে ।