The Bangladesh Today | Uniting people everyday

ঢাকা শুক্রবার, ২০ মে ২০২২

ছোটবেলা থেকেই আমার অভিনয়ের শখ ছিল: মিমি

ছোটবেলা থেকেই আমার  অভিনয়ের শখ ছিল: মিমি
সংগৃহীত

টলিউড অভিনেত্রী ও তৃণমূল সাংসদ মিমি চক্রবর্তী ছোটবেলায় পরীক্ষায় ফেল করেছিলেন! অভিনেত্রীর এই গোপন খবর ফাঁস করেছেন তারই ঘনিষ্ঠ বান্ধবী তুনশ্রী। রচনা ব্যানার্জি সঞ্চালিত ‘দিদি নম্বর ১’-এ এসে হাটে হাঁড়ি ভাঙেন তিনি।

যদিও তনুশ্রী পুরোটাই দুষ্টুমির ছলে বলেছেন। মিমির পেছনে লাগার জন্য বানিয়ে বানিয়ে তনুশ্রী বলেন, ‘তুই না একবার পরীক্ষায় ফেল করেছিলি?’ আর তাতে প্রতিবাদ করে মিমি বলেন, ‘শোন আমি ছোট থেকেই খুব ভালো স্টুডেন্ট ছিলাম।’

রচনাকে নিজের ছেলেবেলার কথা বলতে গিয়ে মিমি চক্রবর্তী জানান, ছোটবেলায় তিনি খুব দুষ্টু ছিলেন। মারপিট করতে হলে সবার আগে মিমির ডাক পড়তো। মিমিও সাতপাঁচ না ভেবেই পৌঁছে যেতেন বন্ধুদের রক্ষা করতে। তবে ছোটবেলা থেকেই তার শখ ছিল অভিনয়ের। যখনই কেউ জানতে চাইত বড় হয়ে কী হতে চাস? জবাবে মিমি বলতেন, ‘আমি নায়িকা হবো।’

এরপর রচনা প্রশ্ন করেন ছোটবেলা থেকেই পরোপকার করার স্বভাব। আর সেখান থেকেই কি রাজনীতিতে আসা? এ বিষয়ে মিমি বলেন, ‘অভিনয় করার সময়েও মানুষকে সাহায্য করতাম। রাজনীতির ময়দান একসঙ্গে অনেকের কাছে পৌঁছে যেতে সাহায্য করছে। মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জির কাছ থেকে ভোটে দাঁড়ানোর প্রস্তাব আসার পর তা ফেলতে পারিনি।’


সর্বশেষ