ঈদের শুভেচ্ছা জানিয়ে বিতর্কে নুসরাত

গতকাল ছিল ঈদ। আর এদিন নিজের অনুরাগীদের ঈদের শুভেচ্ছা বার্তা জানাতে সোশ্যাল মিডিয়ায় উঠে এসেছিলো অভিনেত্রী তথা সাংসদ নুসরাত জাহানের ভিডিও বার্তা। সকলকে জানিয়েছেন ‘ঈদ মুবারক’।
সেইসাথে তিনি বলেন, “সর্বশক্তিমান যেন আপনার ও আপনার পরিবারকে কাঙ্খিত আশীর্বাদ দেন। আপনার জীবনে খুশি এবং সমৃদ্ধিতে ভরে যাক। আনন্দের ও শান্তিপূর্ণ ইদের শুভেচ্ছা”। ভিডিওতে অভিনেত্রীর পরণে দেখা গেছে সাদা রঙের সালোয়ার, সাথে ওড়না, চুল খোলা, মানানসই সাজ।
ভিডিওতে নুসরাত পরেছেন স্লিভলেস সাদা কামিজ, এর ওপর ফিনফিনে স্বচ্ছ ওড়না। এটাই হয়েছে কাল। এমন খোলামেলা রূপে ঈদের শুভেচ্ছা জানিয়েছেন কেন, তা নিয়ে নেটিজেন বেজায় ক্ষুব্ধ।
এক অনুসারী মন্তব্য করেছেন, ‘তোরে কি বলেছি আমাদের ঈদ মোবারক বলতে?’, আরেকজন লিখেছেন, ‘আরে তোমার বোরকা কোথায়?’, কেউ কেউ আবার প্রশ্ন তুলেছেন তিনি হিন্দু নাকি মুসলমান।
ভক্তরা অবশ্য নুসরাতের শুভেচ্ছাকে ইতিবাচকভাবেই নিয়েছেন। তারাও অভিনেত্রীকে পাল্টা শুভেচ্ছা, ভালোবাসা জানিয়েছেন।
গত বছরের আগস্টে পুত্রসন্তানের মা হয়েছেন নুসরাত জাহান। ফলে সন্তানকে নিয়ে এটাই তার প্রথম ঈদ। স্বামী যশ দাশগুপ্ত আর ছেলে ঈশানকে নিয়ে এবার ঘরোয়াভাবেই ঈদ উদযাপন করেছেন অভিনেত্রী।