The Bangladesh Today | Uniting people everyday

ঢাকা মঙ্গলবার, ২৮ জুন ২০২২

পুরুষদের যত দেখি ততই কুকুরদের ভালোবেসে ফেলি: শ্রীলেখা

পুরুষদের যত দেখি ততই কুকুরদের ভালোবেসে ফেলি: শ্রীলেখা
সংগৃহীত

টলিউডের আলোচিত অভিনেত্রী শ্রীলেখা মিত্র। ‘ডোন্ট কেয়ার’—স্বভাবের কারণে বরাবরই আলোচনায় থাকেন। ফের ফেসবুকের একটি পোস্টকে কেন্দ্র করে শুরু হয়েছে আলোচনা।

কয়েকটি ছবি ফেসবুকে পোস্ট করে শ্রীলেখা লিখেন—‘পুরুষদের যত বেশি দেখি, তত বেশি করে ভালোবেসে ফেলি আমার কুকুরদের।’ কিন্তু কী কারণে এমন কথা লিখলেন শ্রীলেখা?

এ বিষয়ে ভারতীয় একটি সংবাদমাধ্যমে এই অভিনেত্রী বলেন—‘আমি যে শুধুই পুরুষদের কথা বলতে চেয়েছি তা নয়। ফেসবুকে এমনও অনেক নারী আছেন, যারা আমাকে নোংরা কথা বলতে ছাড়েন না।

আসলে এখানে ‘মেন’ অর্থে আমি মানুষ বোঝাতে চেয়েছি। আমার ‘আদর’ এত মিষ্টি হাসছে, সেই কথা না বলে, আমার শরীরের কোন অংশে ওর হাত পৌঁছেছে, তা নিয়ে কটূক্তি করছে লোকে। এ জন্যই আমার মনে হয়, মানুষের চেয়ে আমার পোষ্যরা অনেক ভালো।’

শ্রীলেখা অভিনীত সর্বশেষ মুক্তিপ্রাপ্ত সিনেমা ‘অপরাজিতা’। আপাতত পরিচালক-প্রযোজক হিসেবে নতুন সফর শুরু করেছেন তিনি। গত মাসের শুরুতে ‘এবং ছাদ’ সিনেমার শুটিং শুরু করেন এই অভিনেত্রী। এরই মধ্যে সিনেমাটির ট্রেইলারও মুক্তি পেয়েছে। স্মৃতি মাখা একটি ছাদ ও এক মনের কথোপকথনের গল্প বলতে চলেছেন এই অভিনেত্রী।