ঈশ্বরদীতে যুবকের ঝুলন্ত মরদেহ উদ্ধার

গোপাল অধিকারী, ঈশ্বরদী (পাবনা) প্রতিনিধি: ঈশ্বরদীতে যুবকের মরদেহ উদ্ধার করেছে পুলিশ। বৃহস্পতিবার ২৩ জুন বিকালে উপজেলার ছলিমপুর ইউনিয়নের বক্তার পুর কদিম পাড়ায় লিচু গাছে ঝুলন্ত অবস্থায় রাশেদুল(৩০)নামে এক যুবকের মরদেহ উদ্ধার করে। সে সাহাপুর ইউনিয়নের বাঁশের বাদা চর আওতাপাড়া গ্রামের মঙ্গলের ছেলে।
ঈশ্বরদী থানার অফিসার ইনচার্জ অরবিন্দ সরকার জানান, বিকেল সাড়ে ৪টার দিকে সংবাদ পেয়ে তারা ঘটনাস্হলে যান এবং গাছে ঝুলন্ত অবস্থায় রাশেদুলের লাশ দেখতে পান। তার শরীরে কোন আঘাতের চিহ্ন পাওয়া যায়নি। পারিবারিক কারনে সে আত্মহত্যা করতে পারে বলে অনুমান করছেন। ময়নাতদন্তের জন্য পাবনা জেনারেল হাসপাতালে পাঠানো হয়েছে।
ময়নাতদন্তের পর মৃত্যুর প্রকৃত কারন জানা যাবে। এব্যাপারে একটি ইউডি মামলা দায়ের করা হয়েছে।