The Bangladesh Today | Uniting people everyday

ঢাকা সোমবার, ০৮ অগাস্ট ২০২২

ইবি শাখা ছাত্রলীগের সভাপতি আরাফাত, সম্পাদক জয়

ইবি শাখা ছাত্রলীগের সভাপতি আরাফাত, সম্পাদক জয়

অনি আতিকুর রহমান, ইবি প্রতিনিধি: ইসলামী বিশ্ববিদ্যালয়ের (ইবি) শাখা ছাত্রলীগের নতুন কমিটি ঘোষণা করা হয়েছে। এতে আইন বিভাগের ২০১৩-১৪ শিক্ষাবর্ষের ফয়সাল সিদ্দিকী আরাফাত সভাপতি এবং অর্থনীতি বিভাগের ২০১৪-১৫ শিক্ষাবর্ষের নাসিম আহমেদ জয় সাধারণ সম্পাদক মনোনীত হয়েছেন। 

রোববার রাত ১১টার দিকে কেন্দ্রীয় কমিটির সভাপতি আল নাহিয়ান খান জয় ও সাধারণ সম্পাদক লেখক ভট্টাচার্য এই কমিটির অনুমোদন দেন।

২৪ সদস্য বিশিষ্ট কমিটির অন্যান্যরা হলেন- সহ-সভাপতি পদে তন্ময় সাহা টনি, আল মামুন,  ফাহিমুর রহমান সেতু, মোদাচ্ছির খালেক ধ্রুব, মুন্সি কামরুল হাসান অনিক, আরিফুল ইসলাম খান, সুজন কুমার দে, রকিবুল ইসলাম, বনি আমিন, নাইমুর রহমান জয়, মৃদুল হাসান রাব্বি, মামুনুর রশীদ, সানজিদা চৌধুরী অন্তরা, এহসানুল হক ঈশান।

যুগ্ম সাধারণ সম্পাদক পদে মুজাহিদুল ইসলাম, সরোয়ার জাহান শিশির, মাসুদ রানা লিংকন, হোসাইন মজুমদার। সাংগঠনিক সম্পাদক পদে এম জাকির হোসেন, মাইনুল ইসলাম সিদ্দিকী, সোহাগ শেখ, হামিদুর রহমান প্রমুখ। আগামী এক বছর তারা এসব পদে দায়িত্ব পালন করবেন।