The Bangladesh Today | Uniting people everyday

ঢাকা রবিবার, ১৯ সেপ্টেম্বর ২০২১

বেঁচে থেকে কোনো লাভ নেই আমার: দীপিকা

বেঁচে থেকে কোনো লাভ নেই আমার: দীপিকা
ছবি: সংগৃহীত

সম্প্রতি ‘শানদার শুক্রবার’ এপিসোডে হাজির হয়েছিলেন দীপিকা পাড়ুকোন ও ‘ওম শান্তি ওম’ পরিচালক ফারহা খান। শো চলাকালীন অমিতাভ বচ্চনের একটি প্রশ্নের জবাবে নিজের মানসিক অবসাদের কথা সরাসরি তুলে ধরেন নায়িকা।

জনপ্রিয় এই বলি-অভিনেত্রী জানান, ২০১৪ সালে তিনি তীব্র মানসিক অবসাদে ভুগেছিলেন। সেই সময় তার কাজ করতে যেতে ভালো লাগতো না। কারো সঙ্গে দেখা করতে চাইতেন না। বাড়ির বাইরে বের হতেন না। 

‘সেই সময় বহুবার এমন মনে হয়েছে যে, বেঁচে থেকে কোনো লাভ নেই আমার। বেঁচে থাকতেই আর ইচ্ছে করত না।’

এ সময় অমিতাভ বলে ওঠেন, তিনি প্রার্থনা করবেন ওই রকম সময় যেন দীপিকার জীবনে আর ফিরে না আসে। সূত্র: হিন্দুস্তান টাইমস