The Bangladesh Today | Uniting people everyday

ঢাকা রবিবার, ১৯ সেপ্টেম্বর ২০২১

টি-টোয়েন্টি বিশ্বকাপে প্রতি টিকিটের দাম ১৯ লাখ টাকা!

টি-টোয়েন্টি বিশ্বকাপে প্রতি টিকিটের দাম ১৯ লাখ টাকা!
প্রতিকী ছবি

আর মাত্র এক মাস পরেই শুরু হতে যাচ্ছে টি-টোয়েন্টি বিশ্বকাপ। সারা ক্রিকেটবিশ্বের আগ্রহ এই টুর্নামেন্ট ঘিরে। বিশ্বকাপের ম্যাচগুলো টিভিতে দেখা সহজ হলেও মাঠে বসে দেখা সহজ নয়। দুবাই স্টেডিয়ামে বসে বিশেষ ব্যবস্থায় টি-টোয়েন্টি বিশ্বকাপে ভারত-পাকিস্তান ম্যাচ, বা ফাইনাল দেখতে চান? পকেটের জোর না থাকলে সম্ভব নয়।

স্টেডিয়ামে সেরা জায়গা থেকে এই ম্যাচগুলি দেখতে চাইলে কোটিপতি হওয়া ছাড়া উপায় নেই। অন্তত আইসিসি কর্তৃক নির্ধারিত টিকিটের দাম দেখে সবাই সেটাই ভাববে।

বিশ্বকাপের এবারের আয়োজক দেশ সংযুক্ত আরব আমিরাত ও আইসিসি এ আসরে মোট দুই রকমের বিশেষ স্যুইটের ব্যবস্থা করেছে। উইকেট বরাবর রয়্যাল বক্সের দুই পাশে এ দুইটি স্যুইট থাকছে। যেগুলোর মধ্যে ২০টি আসন ভিআইপি এবং ১০টি আসন কর্পোরেট স্যুইট।

ভিআইপি স্যুইটের টিকিটের দাম ১৬ লাখ ৬৫ হাজার দিরহাম। বাংলাদেশি মুদ্রায় যার দাম প্রায় ৩ কোটি ৮৬ লাখ টাকা। এক্ষেত্রে প্রতিটি আসনের দাম পড়বে প্রায় ১৯ লাখ ৩০ হাজার টাকা। যদিও এক টিকিটে ১৩টি ম্যাচ দেখার সুযোগ রেখেছে আইসিসি। সেক্ষেত্রে প্রতি ম্যাচের জন্য দর্শকের খরচ করতে হবে প্রায় ১ লাখ ৪৮ হাজার টাকা।  

অপরদিকে কর্পোরেট স্যুইটের টিকিটের দাম ৬ লাখ ৯০ হাজার দিরহাম। বাংলাদেশি মুদ্রায় যার দাম প্রায় ১ কোটি ৬০ লাখ টাকা। প্রতিটি আসনের খরচ পড়বে প্রায় ১৬ লাখ টাকা। এ টিকিট কিনলেও ১৩টি ম্যাচ দেখার ব্যবস্থা আছে। সেক্ষেত্রে প্রতি ম্যাচে দর্শকের ব্যয় করতে হবে প্রায় ১ লাখ ২৩ হাজার টাকা।

অবশ্য ভিআইপি এ টিকিট কিনলে ভিআইপি খাওয়া-দাওয়ার ব্যবস্থাও রেখেছে আইসিসি।


সর্বশেষ