The Bangladesh Today | Uniting people everyday

ঢাকা শনিবার, ২৭ নভেম্বর ২০২১

শিরোনাম

বিয়ের সাজে পুশআপ দিলেন কনে, ভিডিও ভাইরাল

বিয়ের সাজে পুশআপ দিলেন কনে, ভিডিও ভাইরাল

বিয়ের সাজে মেয়েদের অনেক কাজই করা কঠিন হয়ে পড়ে। কিন্তু ভারতীয় এক নারী বিয়ের সাজেই কঠিন এক কাজ করলেন। ভারী লেহেঙ্গা, গা ভরতি গহনা নিয়ে তিনি দিব্যি দিয়ে গেলেন পুশআপ। বিয়ের সাজে কনের পুশআপের ভিডিও সামাজিক যোগাযোগ মাধ্যমে ভাইরালও হয়েছে। ভিডিওটে দেখে কনের প্রশংসায় মেতেছেন অনেকে।

এরইমধ্যে পাঁচ লাখের বেশি লাইক পড়েছে ভিডিওতে। ভাইরাল ভিডিওতে ওই কনের মুখ দেখা না গেলেও যে প্রোফাইল থেকে ভিডিওটি আপলোড করা হয়েছে সেটি থেকে জানা যাচ্ছে, তার সাম আনা অরোনা। তিনি একজন ডায়েটিশিয়ান। আবার অনলাইনে ফিটনেস ট্রেনিংও দেন তিনি।

করোনার এই সময়ে মানুষের জীবনযাত্রা বিপর্যস্ত। শরীর ফিট রাখাটাই অনেকের জন্য বড় চ্যালেঞ্জ হয়ে দাঁড়িয়েছে। সেখানে বিয়ের সাজে কনের পুশআপ করার ভিডিও শরীরচর্চার জন্য অনুপ্রেরণার হতে পারে।


আরও পড়ুন