The Bangladesh Today | Uniting people everyday

ঢাকা সোমবার, ২৫ অক্টোবর ২০২১

বশেমুরবিপ্রবির সাবেক ভিসির সংবাদ সম্মেলন গৃহকর্মীকে যৌন হয়রানীর অভিযোগ মিথ্যা, ভিত্তিহীন ও যড়যন্ত্র দাবি

বশেমুরবিপ্রবির সাবেক ভিসির সংবাদ সম্মেলন গৃহকর্মীকে যৌন হয়রানীর অভিযোগ মিথ্যা, ভিত্তিহীন ও যড়যন্ত্র দাবি

এস এম নজরুল ইসলাম,  গোপালগঞ্জ প্রতিনিধি : গৃহকর্মীকে যৌন হয়রানীর অভিযোগ মিথ্যা, ভিত্তিহীন ও যড়যন্ত্র উল্লেখ করে সংবাদ সম্মেলন করেছেন গোপালগঞ্জ বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের সাবেক ভারপ্রাপ্ত উপাচার্য্য (রুটিন দায়িত্ব) ও বিজ্ঞান অনুষদের ডীন ড. মোঃ শাহজাহান।  

শুক্রবার সকাল ১১টায় বিশ্ববিদ্যালয়ের বিজ্ঞান অনুষদের শ্রেনী কক্ষে এ সংবাদ সম্মেলন করেন।

সম্মেলনে লিখিত বক্তব্যে তিনি বলেন, সব সময় তিনি অন্যায় ও দূনীতির বিরুদ্ধে থেকে প্রতিবাদ করেছেন। সাবেক একজন উপাচার্য্যরে বিভিন্ন অনিয়ম, দূর্নীতির বিরোধীতা করে বিশ্ববিদ্যালয়কে কলংকমুক্ত করেছেন। কিন্তু এরপর তিনি ভারপ্রাপ্ত উপাচার্য়্যরে (রুটিন দায়িত্ব) দায়িত্ব পালনকালে ওই সাবেক উপচার্য্যরে সুবিধাভোগী একটি চক্র তার রিরুদ্ধে গৃহকর্মীকে যৌন হয়রানীর মিথ্যা ও ভিত্তিহীন অভিযোগ তুলে তার সুনাম ও সম্মান ক্ষুন্ন করতে চক্রান্তে লিপ্ত হয়েছে।

তিনি এর প্রতিবাদ করে আরো বলেন, এ ব্যাপারে তিনি আইনগত ব্যবস্থা নেয়ার পাশাপাশি তদন্ত করে সত্য উদঘাটনের দাবী জানিয়েছেন। 
এ সংবাদ সম্মেলনে তার স্ত্রী ও পদার্থ বিজ্ঞানের শিক্ষক ড. মোসা. হালিমা খাতুনসহ বিশ্ববিদ্যালয়ের শিক্ষক, শিক্ষার্থী ও বিভিন্ন গণমাধ্যমের সাংবাদিকগণ উপস্থিত ছিলেন। 


আরও পড়ুন