The Bangladesh Today | Uniting people everyday

ঢাকা মঙ্গলবার, ২৯ নভেম্বর ২০২২

শীঘ্রই টুইটারে কর্মী নিয়োগ শুরু হবে : ইলন মাস্ক

শীঘ্রই টুইটারে কর্মী নিয়োগ শুরু হবে : ইলন মাস্ক
ফাইল-ছবি

ফেসবুক-টুইটারের কর্মী ছাঁটাইয়ের কারণে গত সপ্তাহটা ব্যাপক আলোচিত-সমালোচিত ছিলো। স্বাভাবিকভাবে সংস্থাটির প্রধান নির্বাহী ইলন মাস্কও সেই সমালোচনার আঁচ পেয়েছেন।

এবার সেই ইলন মাস্কই জানালেন, শীঘ্রই টুইটারে নিয়োগ শুরু হবে। টুইটার কর্মীদের সঙ্গে এক বৈঠকে এমনই সিদ্ধান্ত নিয়েছেন তিনি। খবর সিএনবিসি।

টুইটারের প্রকৌশল ও বিক্রয় বিভাগে কর্মী নিয়োগের পরিকল্পনা করছেন ইলন মাস্ক। এমনকি সংস্থার অন্য কর্মীদের শূন্য পদের জন্য উপযুক্ত কর্মীদের সন্ধানের নির্দেশ দিয়েছেন তিনি। যদিও টুইটার কর্তৃপক্ষ আনুষ্ঠানিকভাবে শূন্য পদের ঘোষণা দেয়নি।


নামাজের সময়সূচী

মঙ্গলবার, ২৯ নভেম্বর ২০২২
Masjid
ফজর ৪:৪৮
জোহর ১১:৪২
আসর ৪:১৩
মাগরিব ৫:১৯
ইশা ৬:৩১
সূর্যোদয় ৬:০৫
সূর্যাস্ত ৫:১৯