The Bangladesh Today | Uniting people everyday

ঢাকা শনিবার, ১৬ অক্টোবর ২০২১

স্থগিত থাকা আইপিএল শুরু হচ্ছে আগামীকাল

স্থগিত থাকা আইপিএল শুরু হচ্ছে আগামীকাল
ফাইল-ছবি

অবশেষে ফুরাচ্ছে দীর্ঘদিনের অপেক্ষা। আবারও শুরু হতে যাচ্ছে ইন্ডিয়ান প্রিমিয়ার লিগের ১৪তম আসরের খেলা। দুবাইয়ে অনুষ্ঠিত ম্যাচে আগামীকাল মাঠে নামবে বর্তমান চ্যাম্পিয়ন মুম্বাই ইন্ডিয়ান্স এবং চেন্নাই সুপার কিংস। ম্যাচটি শুরু হবে বাংলাদেশ সময় রাত ৮টায়।

এপ্রিল মাসে শুরু হওয়া বিশ্বের সবচেয়ে জনপ্রিয় এবং ব্যয়বহুল ঘরোয়া ক্রিকেট লিগ আইপিএলের এবারের মৌসুমে স্বাস্থ্যবিধি মেনে ভালোভাবেই খেলা চলছিল। আর ইতোমধ্যেই শেষ হয়ে গেছে টুর্নামেন্টের ২৯টি ম্যাচ। এরপর করোনাভাইরাস বাধা হিসেবে আইপিএলের সামনে দাঁড়ায়।

সেসময় খেলোয়াড়দের মধ্যে করোনা সংক্রমণ বেড়ে যায়। আট ফ্রাঞ্চাইজির মধ্যে চারটির খেলোয়াড় এবং স্টাফদের করোনা পজিটিভ আসে। এরপর করোনাকে ঘিরে একের পর এক নেতিবাচক খবর বের হতে থাকে। আর তখন করোনায় ভারতের অবস্থা শোচনীয় হওয়ায় আইপিএল চলা নিয়েও প্রশ্ন উঠেছে অনেক মহলে। এর মাঝেই করোনায় আক্রান্ত হন আইপিলের চারটি দলের খেলোয়াড় ও স্টাফরা। এ কারণেই মূলত স্থগিত করে দেয়া হয়েছে আইপিএলের বাকি খেলাগুলো।

 


আরও পড়ুন