The Bangladesh Today | Uniting people everyday

ঢাকা শনিবার, ১৬ অক্টোবর ২০২১

সালমান শাহকে নিয়ে শাবনূরের আবেগঘন ভিডিও বার্তা

সালমান শাহকে নিয়ে শাবনূরের আবেগঘন ভিডিও বার্তা
ছবিঃ সংগৃহীত

বাংলা চলচ্চিত্রের আকাশে ক্ষণজন্মা এক নক্ষত্রের নাম সালমান শাহ। আজ ক্ষণজন্মা এই নায়কের জন্মদিন। চার বছরের ক্যারিয়ারে মাত্র ২৭টি সিনেমায় অভিনয় করে খ্যাতির শীর্ষে পৌঁছে গিয়েছিলেন তিনি।

আর বাংলা সিনেমায় সবচেয়ে রোমান্টিক জুটি সালমান শাহ-শাবনূর। সালমান অভিনীত সর্বাধিক সিনেমার নায়িকাও শাবনূর। মোট ১৪টি সিনেমায় জুটি বেঁধে অভিনয় করেন তারা। তাদের প্রথম সিনেমা ‘তুমি আমার’ মুক্তির পরেই দর্শকমহলে ব্যাপক সাড়া ফেলে।

সালমান শাহ’র জন্মদিনে তাকে নিয়ে আবেগঘন শুভেচ্ছা জানালেন শাবনূর। সূদুর অস্ট্রেলিয়া থেকে এক ভিডিওবার্তায় তিনি বলেন, ‌‘সালমান শাহ- এমন একটি নাম যার সঙ্গে জড়িয়ে আছে একটি সোনালি সময়। অতি অল্প সময়ে নিজেকে অগণিত ভক্তের মাঝে নিজেকে বিলিয়ে দিয়ে গেছেন। প্রতিবছর এদিন কোটি ভক্তের হৃদয় আলোড়িত করে সালমান শাহ ফিরে আসেন ক্ষণিকের জন্য। অকাতর ভালোবাসা অঞ্জলি নিয়ে ফিরে যান অযুত নক্ষত্র ভিড়ে। ভালো থেকো প্রতিদিন সালমান শাহ, যেখানেই আছো।

উল্লেখ্য, আজ ঢালিউডের ক্ষণজন্মা নক্ষত্র সালমান শাহের ৫০তম জন্মদিন। ১৯৭১ সালের এদিনে নানার বাড়ি সিলেটের জকিগঞ্জে তার জন্ম। মৃত্যু ১৯৯৬ সালের ৬ সেপ্টেম্বর।