ভারত-বাংলায় যৌথভাবে মুক্তি পেলো চলচ্চিত্র "মেঘা২"
আমিনুল ইসলাম, ছাতক প্রতিনিধি: ভারত-বাংলায় যৌথভাবে মুক্তি পেলো চলচ্চিত্র "মেঘা২" আড়ম্ভরপুর্ণ অনুষ্ঠানের মধ্য দিয়ে মণিপুরী চলচ্চিত্র মেঘা২ মুক্তি পেয়েছে। ইন্ডো-বাংলার যৌথ প্রযোজনায় চলচিত্রটি নির্মিত হয়। গত ২৯ জানুয়ারি ভারতের আসামের গণেশঘুরী জ্যোতি চিত্রাবন হলে চলচ্চিত্রতি মুক্তি পায়।
চলচ্চিটি রিলিজ অনুষ্টানে ব্যাপক দর্শক সমাগম ঘটি। এসময় মণিপুরী পরিচালক ও অভিনেতাসহ আসামীস ফিল্ম নির্মাতাগন উপস্থিত ছিলেন। চলচ্চিত্রটি মুক্তির পর থেকে ভারতের কয়েকটি রাজ্যে ব্যাপক দর্শক প্রিয়তা অর্জন করেছে।
লাভ স্টোরি নিয়ে নির্মিত এ চলচ্চিত্রটি আগামী ১০ ও ১১ফেব্রয়ারী বাংলাদেশের মৌলভীবাজার জেলার কমলগঞ্জ উপজেলার মণিপুরী ললিতকলা একাডেমিতে প্রদর্শনের মাধ্যমে দর্শক মুক্তি পাবে। প্রতিদিন বেলা ১১টা, ২টা, ৪টা ও সন্ধ্যা ৭টায় প্রদর্শনী সু অনুষ্ঠিত হবে।
এছাড়াও পুরো সিলেট বিভাগের মণিপুরী অধ্যুষিত ৪টি স্থানে বড় পর্দার মাধ্যমে চলচ্চিত্রটি প্রদর্শিত হবে। চলচ্চিত্রটিতে অভিনয় করেছেন ভারতীয় অভিনেতা ও পরিচালক সিদ্ধার্থ সিংহ, চিত্র নায়িকা কিনুরি গগই।
এছাড়া রয়েছেন ভারতীয় অভিনতা নিরেন সিংহ (নিরঞ্জন), আড়িয়ান সিনহা, রত্না সিনহাসহ অনেকেই। চলচ্চিত্রটিতে রয়েছেন বাংলাদেশের একমাত্র মণিপুরী অভিনেতা ছাতকের ধনীটিলার বাসিন্দা মিলণ সিংহ। ফিল্মটিতে কন্ঠ দিয়েছেন বাংলাদেশ বেতার টেলিভিশনের নিয়মিত কন্ঠশিল্পি লাভলী সিনহা।
এদিকে চলচ্চিত্রটির প্রদর্শনী অনুষ্ঠানে অংশ নিতে আজ ২ফেব্রয়ারী থেকে বাংলাদেশে অবস্থান করছেন ভারতীয় অভিনেতা সিদ্ধার্থ সিংহ।