পুতিনের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানাকে ‘টয়লেট পেপারের’ সঙ্গে তুলনা

রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের বিরুদ্ধে আন্তর্জাতিক অপরাধ আদালতের (আইসিসি) জারি করা গ্রেপ্তারি পরোয়ানাকে ‘প্রতিহিংসাপরায়ণ’ বলে মন্তব্য করেছে ক্রেমলিন।
ক্রেমলিনের মুখপাত্র দিমিত্রি পেসকভ শুক্রবার এ গ্রেপ্তারি পরোয়ানাকে ‘টয়লেট পেপার’র সঙ্গে তুলনা করেছেন। বলেছেন, আন্তর্জাতিক অপরাধ আদালতের গ্রেপ্তারি পরোয়ানার জারি করার কোনো মূল্য নেই, এটি অকার্যকর, কারণ হেগ-ভিত্তিক আন্তর্জাতিক অপরাধ আদালতকে স্বীকৃতি দেয় না মস্কো। সুতরাং আইনের দৃষ্টিকোণ থেকে আদালতের এ সিদ্ধান্ত অর্থহীন।
পুতিনের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারির খবরে উচ্ছ্বাস প্রকাশ করেছেন ইউক্রেন প্রেসিডেন্ট ভলোদমির জেলেনস্কিসহ তার মিত্র দেশের রাষ্ট্র ও সরকারপ্রধানরা। তারা বিষয়টিকে রাশিয়ার বিরুদ্ধে অন্যরকম শুরু বলে অভিহিত করেছেন।
তবে এ পদক্ষেপের তীব্র নিন্দা জানিয়েছে রাশিয়া। তারা এটিকে অর্থহীন এক প্রয়াস বলে অভিহিত করেছে। সাবেক রুশ প্রেসিডেন্ট দিমিত্রি মেদভেদেভ পুতিনের বিরুদ্ধে জারি করা গ্রেপ্তারি পরোয়ানাকে টয়লেট পেপারের সঙ্গে তুলনা করেছেন। রুশ পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র মারিয়া জাখারোভা তার টেলিগ্রাম চ্যানেলে লেখেন, আইসিসির এ সিদ্ধান্ত রাশিয়ার কাছে পুরোপুরি অর্থহীন। কারণ রাশিয়া আইসিসির রোম সংবিধির পক্ষে নয়। ফলে এর অধীনে রাশিয়ারও কোনো বাধ্যবাধকতা নেই।
আইসিসি জানায়, ইউক্রেনে দখলকৃত অঞ্চলগুলো থেকে শিশুদের বেআইনিভাবে রাশিয়ায় সরিয়ে নেওয়ার সঙ্গে পুতিন জড়িত রয়েছেন। এর জেরেই আইসিসি পুতিন ও তার কার্যালয়ের শিশু অধিকারবিষয়ক কমিশনার মারিয়া আলেক্সিয়েভনা এলভোভা-বেলোভার বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি করা হয়েছে।
এদিকে রাশিয়া একটি তদন্ত কমিটি গঠন করেছে, যারা এই গ্রেপ্তারি পরোয়ানা জারির বিষয়টি খতিয়ে দেখবে। আইসিসির বিচারকদের মধ্যে কারা এ ‘বেআইনি’ সিদ্ধান্ত নিয়েছে, তাদের চিহ্নিত করা হবে।