The Bangladesh Today | Uniting people everyday

ঢাকা শনিবার, ১৬ অক্টোবর ২০২১

সোনার দোকান বন্ধ থাকবে বুধবার

সোনার দোকান বন্ধ থাকবে বুধবার
ফাইল-ছবি

দেশের সনাতন ধর্মাবলম্বীদের প্রধান ধর্মীয় উৎসব শারদীয় দুর্গাপূজা উপলক্ষে আগামী বুধবার (১৩ অক্টোবর) বন্ধ থাকবে সব সোনার দোকান। বাংলাদেশ জুয়েলার্স সমিতি মঙ্গলবার (১২ অক্টোবর) এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ সিদ্ধান্তের কথা জানায়।

সংগঠনটির সভাপতি এনামুল হক খান ও সাধারণ সম্পাদক দিলীপ কুমার আগরওয়ালা স্বাক্ষরিত বিজ্ঞপ্তিতে বলা হয়, সনাতন ধর্মাবলম্বীদের প্রধান ধর্মীয় উৎসব শারদীয় দুর্গাপূজা আনন্দঘন ও ভ্রাতৃত্বপূর্ণ পরিবেশে উদযাপনের লক্ষ্যে বাংলাদেশ জুয়েলার্স সমিতির সিদ্ধান্ত অনুযায়ী বুধবার (১৩ অক্টোবর) দেশের সব জুয়েলারি দোকান সম্পূর্ণরূপে বন্ধ থাকবে।

সিদ্ধান্ত অনুযায়ী পুজোর দিন বাংলাদেশের সব জুয়েলারি ব্যবসায়ীকে জুয়েলারি দোকান পূর্ণদিবস বন্ধ রাখার অনুরোধ জানায় জুয়েলার্স সমিতি।