The Bangladesh Today | Uniting people everyday

ঢাকা শনিবার, ১৬ অক্টোবর ২০২১

নভেম্বরে কোভ্যাক্সের আওতায় বাংলাদেশকে ভ্যাকসিন পাঠাবে জাপান

নভেম্বরে কোভ্যাক্সের আওতায় বাংলাদেশকে ভ্যাকসিন পাঠাবে জাপান
ছবি: সংগৃহীত

জাপান নভেম্বরে কোভ্যাক্সের আওতায় বাংলাদেশকে করোনার ভ্যাকসিন পাঠাবে বলে জানিয়েছেন বাংলাদেশে নিযুক্ত জাপানের রাষ্ট্রদূত ইতো নাওকি।

বৃহস্পতিবার (১৪ অক্টোবর) রাজধানীর প্রেসক্লাবে ডিক্যাব টকে এ কথা জানান তিনি।

এ সময় জাপানের রাষ্ট্রদূত বলেন, অবকাঠামোগত উন্নয়নের ফলে আগামী পাঁচ বছরের মধ্যে বদলে যাবে বাংলাদেশ। ভৌগোলিক অবস্থান, অব্যাহত উন্নয়ন আর দীর্ঘমেয়াদী রাজনৈতিক স্থিতিশীলতা বাংলাদেশের অগ্রযাত্রাকে নিশ্চিত করেছে।

তিনি আরও বলেন, বাংলাদেশে কর্মরত বিদেশি কোম্পানিগুলোর সুযোগ-সুবিধা ও কর্ম পরিবেশ নিশ্চিত করতে পারলে বিদেশি বিনিয়োগ আরও বাড়বে। এ সময় বাংলাদেশে বিনিয়োগ নিয়ে ইতিবাচক ভাবমূর্তি তৈরি ও ব্র্যান্ডিং জোরদার করার পরামর্শ দেন তিনি।