The Bangladesh Today | Uniting people everyday

ঢাকা বৃহস্পতিবার, ০২ ডিসেম্বর ২০২১

ভারতে বিজয়া দশমীর মিছিলের ওপর দিয়ে গাড়ি চালিয়ে কয়েকজনকে পিষে পালাল গাড়িচালক

 ভারতে বিজয়া দশমীর মিছিলের ওপর দিয়ে গাড়ি চালিয়ে কয়েকজনকে পিষে পালাল গাড়িচালক

প্রতিমা বিসর্জনের মধ্যে দিয়ে শেষ হলো সনাতন ধর্মাবলম্বীদের সবচেয়ে বড় ধর্মীয় উৎসব শারদীয় দুর্গাপূজা।  তিনি আবার এক বছর পর নতুন শরতে ‘পিতৃগৃহ’এই ধরণীতে ফিরবেন। দেবী দুর্গা এবার এসেছিলেন ঘোড়ায় চড়ে, চলে গেলেন দোলায় বা পালকি চড়ে।

ভারতে বিজয়া দশমীর মিছিলের ভেতর দিয়ে গাড়ি চালিয়ে কয়েকজনকে পিষে পালাল গাড়িচালক। এ ঘটনায় ঘটনাস্থলেই কয়েকজনের মৃত্যুর খবর নিশ্চিত করেছে ভারতীয় গণমাধ্যম আনন্দবাজার পত্রিকা।

শুক্রবার (১৫ অক্টোবর) ভারতের জশপুরের পথলগাঁও এলাকায় দশমির মিছিল বেরিয়েছিল। ভিড়ে ঠাসা সেই মিছিল চলাকালে গাড়ি আচমকা এসে ধাক্কা মারে। গাড়ির ধাক্কায় চারিদিকে ছিটকে পড়ে যান মিছিলে অংশ নেওয়া মানুষেরা। মাটিতে পড়ে থাকা কয়েকজনকে পিষে দিয়ে চলে যায় গাড়িটি।

স্থানীয় সূত্রে খবর, ঘটনাস্থলেই মৃত্যু হয় কয়েকজনের। আহতদের নিয়ে যাওয়া হয় স্থানীয় হাসপাতালে। সেখানে এক জনের মৃত্যু হয়। বাকি আহতদের হাসপাতালে চিকিৎসা চলছে।

স্থানীয় পুলিশ প্রশাসনের সূত্রে বলা হয়েছে, আগে থেকেই খবর পাওয়া গিয়েছিল ওই গাড়িতে গাঁজা রয়েছে। জনবহুল রাস্তায় সেই গাড়িটি এসে পড়ায় স্থানীয় লোকজন ওই গাড়ির দিকে ছুটে যান। গাড়িতে থাকা অপরাধীকে প্রায় ধরে ফেলেন স্থানীয়রা। সে সময়েই পালাতে গিয়ে তীব্র গতিতে গাড়ি চালিয়ে দেয় অপরাধী। সামনে ভিড় থাকায় ছুটে আসা গাড়িতে ধাক্কা খেয়ে ছিটকে পড়েন কয়েকজন।


সর্বশেষ

আরও পড়ুন