The Bangladesh Today | Uniting people everyday

ঢাকা বৃহস্পতিবার, ০২ ডিসেম্বর ২০২১

কুমিল্লায় গুজব ছড়ানোর অভিযোগে যুবক গ্রেপ্তার

কুমিল্লায় গুজব ছড়ানোর অভিযোগে যুবক গ্রেপ্তার

কুমিল্লা নগরীর নানুয়ার দীঘির পাড়ে কোরআন শরীফ অবমাননার অভিযোগ উঠা নিয়ে সামাজিক যোগাযোগমাধ্যমে গুজব ছড়ানোর ঘটনায় একজনকে গ্রেপ্তার করেছে র‌্যাব।

গ্রেপ্তারকৃত ওই যুবকের নাম গোলাম মাওলা (২৬)। তিনি জেলার বুড়িচং উপজেলার কালিকাপুর মধ্য-দক্ষিণপাড়া গ্রামের মৃত তাজুল ইসলামের ছেলে।

শুক্রবার (১৫ অক্টোবর) সন্ধ্যা ৭টার দিকে প্রেস বিজ্ঞপ্তিতে এই তথ্য জানান র‌্যাব-১১ এর কোম্পানি অধিনায়ক মেজর মোহাম্মদ সাকিব হোসেন। 

তিনি জানান, গত বুধবার (১৩ অক্টোবর) নগরীর নানুয়ার দিঘীর পাড়ের পূজামণ্ডপের অপ্রীতিকর ঘটনাকে কেন্দ্র করে গোলাম মাওলা তার নিজের ফেসবুক ও ইউটিউব চ্যানেলে বিভিন্ন উগ্রবাদী কথা সংযুক্ত করে গুজব প্রচার করেন। গোলাম মাওলা নিজে একটি দোকানে ভিডিও এডিটর হিসেবে কাজ করেন। ঘটনার সময় তিনি নিজে ওই পূজামণ্ডপে গিয়ে বিভিন্ন ছবি সংগ্রহ করেন। এরপর সেই সব ছবিতে বিভিন্ন উগ্রবাদী কথা সংযুক্ত করে প্রচার করেন। 

বৃহস্পতিবার (১৪ অক্টোবর) রাতে নগরীর নিউমার্কেট এলাকায় বিশেষ অভিযান পরিচালনা করে তাকে গ্রেপ্তার করা হয় বলে জানান মেজর মোহাম্মদ সাকিব হোসেন।


সর্বশেষ

আরও পড়ুন