‘আরআরআর’ এবার দেখা যাবে ঘরে বসেই

এসএস রাজামৌলি পরিচালিত ‘আরআরআর’ বক্স অফিসে ঝড় তোলা ছবিগুলোর মধ্যে অন্যতম। মুক্তির পর থেকেই একের পর এক রেকর্ড গড়ে বাজিমাত করেছে এই সিনেমা।
এবার সিনেমাটি ঘরে বসে দেখার সুযোগ পেতে যাচ্ছে দর্শক। ওটিটি প্লাটফর্ম জি-ফাইভ নিশ্চিত করেছে, আগামি ২০ মে থেকে ‘আরআরআর’ স্ট্রিমিং হতে যাচ্ছে তাদের প্লাটফর্মে।
‘আরআরআর’ সিনেমার শুটিং শেষ হয়েছিল অনেক আগেই। তবে করোনার কারণে একাধিকবার সিনেমাটির মুক্তি বাধা পেয়েছে। অবশেষে গত ২৫ মার্চ একাধিক ভাষায় মুক্তি পায় ‘আরআরআর’। মুক্তি পরে বক্স অফিস দাপিয়ে বেরিয়েছে এসএস রাজামৌলির সিনেমাটি। এরই মধ্যে এর আয় এক হাজার কোটি ছাড়িয়ে গিয়েছে।