ট্রলের শিকার সানিয়া

টেনিস তারকা সানিয়া মির্জা ১৫ আগস্ট ভারতের স্বাধীনতা দিবস উপলক্ষে ভারতবাসীকে শুভেচ্ছা জানিয়েছিলেন।
টুইটারে একটি ছবি পোস্ট করে ক্যাপশনে সানিয়া লিখেন, ‘শুভ স্বাধীনতা দিবস, গৌরবের ৭৫ বছর’।
সানিয়া কেনো ভারতকে শুভেচ্ছা জানালেন, কেনো তিনি পাকিস্তানকে ১৪ আগস্ট শুভেচ্ছা জানাননি- সেজন্য সানিয়াকে ট্রল করেছেন পাক নেটিজেনের একাংশ।
পাকিস্তানের স্বাধীনতা দিবসে শুভেচ্ছা না জানানোয় সানিয়ার ওপর ক্ষোভ উগড়ে দিয়েছেন পাকিস্তানের ভক্তরা। সানিয়ার টুইটে তীব্র প্রতিক্রিয়া ব্যক্ত করেছে অনেক পাকিস্তানি। একজন লিখেছেন, পাকিস্তানের স্বাধীনতা দিবস নিয়ে পোস্ট কোথায়?
আরেক জন লিখেছেন, পাকিস্তানের স্বাধীনতা দিবসে কেন শুভেচ্ছা জানাননি মির্জা জি?
আরেক পাকিস্তানি নেটিজেন লিখেছেন, তোমার উচিত পাকিস্তানের স্বাধীনতা দিবসে টুইট করা।
উল্লেখ্য, ২০১০ সালে পাকিস্তানের তারকা অলরাউন্ডার শোয়েব মালেকের সঙ্গে বিবাহ বন্ধনে আবদ্ধ হন সানিয়া মির্জা। ২০১৮ সালে তাদের পুত্র সন্তান ইজহান আসে পৃথিবীতে। সানিয়া-শোয়েবের সম্পর্ক নিয়ে বিস্তর চর্চা হয় দুই দেশে। ভারত-পাকিস্তানের স্বাধীনতা দিবস উপলক্ষে ফের আলোচনায় সানিয়া-শোয়েব জুটি।