The Bangladesh Today | Uniting people everyday

ঢাকা সোমবার, ২৫ অক্টোবর ২০২১

নতুন লুকে শুভশ্রী!

নতুন লুকে শুভশ্রী!
ছবি: সংগৃহীত

টালিউড অভিনেত্রী শুভশ্রী গাঙ্গুলি এবার ভিন্ন লুকে দর্শকদের সামনে আসছেন। সম্প্রতি অপেক্ষার অবসান ঘটিয়ে জি বাংলা প্রকাশ করল তাদের মা দূর্গার প্রথম ঝলক। জি বাংলায় মহালয়ার দিন দেবী দূর্গার অবতারে ধরা দেবেন বাঙালি অভিনেত্রী শুভশ্রী গাঙ্গুলি। চ্যানেলের পক্ষ থেকে মহামায়া অবতারে শুভশ্রীর ঝলক প্রকাশ্যে আসা মাত্র মুগ্ধ সাইবারবাসী।

নতুন লুকে শুভশ্রীকে লাল পাড়ের শাড়িতে দেখা গেছে। কপালে বড় সিঁদুরের টিপ, নাকে নথ। খোলা চুল আর চন্দনের সাজে দেখা গেছে এ অভিনেত্রীকে। 

শুভশ্রীর এ লুক প্রকাশ করে জি বাংলা ক্যাপশনে লিখেছে, ‘নানা রূপে মহামায়া আসছে।’ আর সেখানে থাকছেন শুভশ্রী গাঙ্গুলি।

এদিকে কিছুদিন আগে গেছে শুভশ্রীর প্রথম সন্তান যুভানের জন্মদিন। ছেলের প্রথম জন্মদিন পুরীতে উদযাপন করেছেন রাজ-শুভশ্রী। ঈশ্বরে বিশ্বাসী এ দম্পতি। তাই জন্মদিনে জগন্নাথ দেবের আশীর্বাদ নিয়েছেন তারা। 

অন্যদিকে বড়পর্দায় ফিরছেন শুভশ্রী গাঙ্গুলি। অঙ্কুশ হাজরাকে নিয়ে পর্দায় আসছেন তিনি। দেড় বছর পর শুরু হয়েছে বন্ধ হয়ে যাওয়া একটি সিনেমার শুটিং। নাম ঠিক না হওয়া সিনেমাটি নির্মাণ করছেন বাবা যাদব।


আরও পড়ুন