গোয়ার উৎসবে নুসরাত ফারিয়া

ভারতের গোয়ায় নূর ইমরান মিঠুর দ্বিতীয় সিনেমা ‘পাতাল ঘর’ সিনেমাটির ওয়ার্ল্ড প্রিমিয়ার হয়েছে। ‘পাতাল ঘর’ ৫৩তম ভারত আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসবে প্রদর্শিত হয়েছে। ২৪ নভেম্বর (বৃহস্পতিবার) স্থানীয় সময় দুপুর ২টা ৩০ মিনিটে সিনেমাটি প্রদর্শিত হয়।
উৎসবে যোগ দিতে ২৩ নভেম্বর ভারতের গোয়ায় গেছেন দুই বাংলার জনপ্রিয় অভিনেত্রী নুসরাত ফারিয়া। তার সঙ্গে আছেন ‘পাতাল ঘর’ সিনেমার নির্মাতা নূর ইমরান মিঠু ও অভিনেত্রী আফসানা মিমি।
‘পাতালঘর’ প্রসঙ্গে নুসরাত ফারিয়া বলেন, ‘ফেস্টিভ্যালে সিলেক্ট হওয়া এটিই আমার প্রথম সিনেমা। এটি অফ-ট্র্যাকের একটি সিনেমা। ছোট্ট ক্যারিয়ারে ছোট্ট ক্যারিয়ারে আমার জন্য বিশাল ব্যাপার।’
গোয়া উৎসবের লাল গালিচায় হেঁটেছেন নুসরাত ফারিয়া। তার শেয়ার করা ছবিতে আফসানা মিমি ও চঞ্চল চৌধুরীকেও দেখা গেছে। আয়োজক সূত্রে জানা গেছে, এবার উৎসবে বাংলাদেশের ৪টি সিনেমা প্রদর্শন হয়েছে। যার মধ্যে একটি মুক্তি পেয়েছে।
গোয়া চলচ্চিত্র উৎসবে বাংলাদেশ থেকে অংশ নেয়া সিনেমাগুলোর মধ্যে আছে খন্দকার সুমনের ‘সাঁতাও’, আকরাম খান পরিচালিত ‘নকশি কাঁথার জমিন’ ও গিয়াস উদ্দিন সেলিমের ‘পাপ-পূণ্য’।
৫৩তম ভারত আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসবের পর্দা উঠেছে ২০ নভেম্বর। উৎসব চলবে ২৮ নভেম্বর পর্যন্ত। এবারের ফোকাস কান্ট্রি ফ্রান্স।