নোয়াখালী খাল দখল করে দোকান ঘর নির্মাণ, পানি প্রবাহ বন্ধ

মানিকভূ্ইঁয়া, নোয়াখালী প্রতিনিধি: নোয়াখালী সদর উপজেলার দাদপুর ইউনিয়নের বৈকুন্ঠপুরে সরকারী খাল দখল করে অবৈধ স্থাপনা নির্মাণ করায় পানি প্রবাহের পথ রুদ্ধ হয়ে সামান্য বৃষ্টিতেই দীর্ঘ জলবদ্ধতা দেখা দেয়। এতে হাজার হাজার মানুষ প্রতিনিয়ত দূর্ভোগের শিকার হচ্ছে। দ্রুত দখলকৃত খাল পূন:রুদ্ধার করে পানি প্রবাহ স্বাভাবিক করার দাবী এলাকাবাসীর।
স্থাণীয়ভাবে জানা যায়, উপজেলার বৈকুন্ঠপুর এলাকার তাজুল ইসলামের নেতৃত্বে একদল ভূমিগ্রাসী চক্র অবৈধ স্থাপনা নির্মাণের মাধ্যমে সরকারী খাল দখল করে রেখেছে। খাল দখলের ফলে স্বাভাবিক পানি প্রবাহ বন্ধ হয়ে যাওয়ায় সামান্য বৃষ্টিতে কয়েক গ্রামের হাজার মানুষ পানি বন্দি হয়ে পড়ে।
এতে তারা চরম দূর্ভোগের শিকার হচ্ছে। শুধু তাই নয়, প্রতি বছর বর্ষাকালে বৃষ্টিতে অত্র অঞ্চলের শতশত মানুষের ঘর বাড়ী মৎস্য খামার, পুকুর, ডোবা ও কৃষিজ ফসল জমাটবদ্ধ পানিতে নষ্ট হয়ে যায়।
এলাকাবাসী জলাবদ্ধতার অভিশাপ থেকে মুক্তি পেতে জেলা প্রশাসকসহ প্রশাসনের বিভিন্ন দপ্তরে লিখিত অভিযোগ দিয়েও কোন প্রতিকার পাচ্ছেনা। অভিযোগ করায় উল্টো ভূমিগ্রাসী চক্র এলাকাবাসীর বিরুদ্ধে থানায় মিথ্যা চাঁদাবাজীর অভিযোগ দিয়ে হয়রানি করছে।
এলাকাবাসী দ্রুত বেদখলকৃত খালটি পুন:উদ্ধার করে পানি প্রবাহ স্বাভাবিক করতে প্রশাসনের উর্ধতন কর্তৃপক্ষের হস্তক্ষেপ চয়েছে।
তবে এলাকায় কোন জলাবদ্ধতা হয় না জানিয়ে খালের জায়গায় ঘর নির্মানের কথা স্বীকার করেন এবং সরকার চাইলে ঘর তুলে নেয়ার কথা জানান অভিযুক্ত তাজুল ইসলাম।
নির্বাহী প্রকৌশলী পানি উন্নয়ন বোর্ডের মুন্সী আমির ফয়সাল জানান, জনসাধানের দুর্ভোগ লাগবে অবৈধ স্থাপনা উচ্ছেদসহ প্রয়োজনীয় ব্যবস্থা নেয়ার হবে।
জেলা প্রশাসক দেওয়ান মাহবুবুর রহমান জানান, খবর নিয়ে তিনি মানুষের দুর্ভোগ লাগবে খাল থেকে অবৈধ স্থাপনা উচ্ছেদ করে পানি প্রবাহ স্বাভাবিক ও ভূগ্রাসী চক্রের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহন করা হবে।