ওমরাহ করতে মক্কায় শাহরুখ খান

সৌদি আরবে রাজকুমার হিরানি পরিচালিত ‘ডাংকি’ সিনেমার শ্যুট শেষ করে পবিত্র মক্কা নগরীতে গেলেন বলিউড সুপারস্টার শাহরুখ খান। শুটিংয়ের জন্য সৌদিতে রয়েছেন এত দিন, অথচ মক্কা না ঘুরে চলে যাবেন, তা কি হয়!
গতকাল বৃহস্পতিবার রাত থেকে শাহরুখের ওমরাহ পালন করার ছবি সোশ্যাল মিডিয়ায় ছড়িয়ে পড়ে। ছবিতে উস্কোখুস্কো চুল নিয়েই ওমরাহতে অংশ নিতে দেখা যায় শাহরুখকে। ভিড়ের মধ্যেই অনেকগুলো ছবি ভাইরাল হয়েছে তার।
ছবিতে শাহরুখ খানকে রিদা ও ইজার পরা অবস্থায় দেখা যাচ্ছে। তাঁর মুখ মাস্ক দিয়ে ঢাকা ছিল। তাঁর সাথে আরো কিছু লোক ছিল যারা তাঁর নিরাপত্তা কর্মী বলে ধারণা করা হচ্ছে।
বুধবার (৩০ নভেম্বর) বলিউড বাদশাহ তাঁর ভক্তদের একটি ভিডিও বার্তার মাধ্যমে জানিয়েছিলেন যে তিনি এবং তাঁর দল সৌদি আরবে তাঁর আসন্ন চলচ্চিত্র ডানকি’র শুটিংয়ের শিডিওল শেষ করেছেন।
দিলীপ কুমার থেকে আমির খান সহ বেশ কিছু বলিউড তারকা অতীতে হজ ও ওমরাহ পালন করেছেন। শাহরুখ এর আগে টাইমস অফ ইন্ডিয়াকে দেওয়া এক সাক্ষাৎকারে বলেছিলেন যে তিনি তীর্থযাত্রায় যাননি। তিনি বলেন, ‘হজ অবশ্যই আমার এজেন্ডায় রয়েছে। আমি আমার ছেলে আরিয়ান ও মেয়ে সুহানাকে নিয়ে সেখানে যেতে চাই ‘ তবে মক্কায় শাহরুখের সঙ্গে মেয়ে সুহানা আছেন কিনা তা এখনও জানা যায়নি।
রাজকুমার হিরানি পরিচালিত ডানকি’তে শাহরুখ খান এবং তাপসী পান্নু প্রধান চরিত্রে অভিনয় করেছেন এবং আগামী বছরের ডিসেম্বরে প্রেক্ষাগৃহে মুক্তি পাবে সিনেমাটি। এর আগে বছরের শুরুতে মুক্তি পেতে যাচ্ছে শাহরুখের বহুল প্রতীক্ষিত চলচ্চিত্র পাঠান। সম্প্রতি পাঠানের একটি নতুন পোস্টার শেয়ার করেছেন শাহরুখ। নতুন পোস্টারে তাকে দীপিকা পাড়ুকোন এবং জন আব্রাহামের সাথে দেখা গেছে। পোস্টারে বন্দুক নিয়ে পোজ দিয়েছেন তিনজন। পোস্টারটি প্রকাশের পর থেকেই ভক্তদের মাঝে উন্মাদনা আরো বহুগুন বেড়ে গেছে। সিদ্ধার্থ আনন্দ পরিচালিত ‘পাঠান’ ২০২৩ সালের ২৫ জানুয়ারী মুক্তি পাবে।
সূত্র : হিন্দুস্তান টাইমস