উত্তর ঢাকার আধুনিকায়নে সহায়তার আশ্বাস মিয়ামির

উত্তর ঢাকার আধুনিকায়নে সব ধরনের সহায়তার আশ্বাস দিয়েছেন মিয়ামি ডেড কাউন্টির মেয়র ড্যানিলিয়া লিভাইন কাভা। এর মধ্যে আছে মশক নিধন, বর্জ্য ব্যবস্থাপনা, দুর্যোগ মোকাবিলার মতো বিষয়।
পরে উত্তর ঢাকার মেয়র আতিকুল ইসলাম জানান, ১০ দিনের এই অভিজ্ঞতা বিনিময়ের আলোকে স্মার্ট সিটি গড়া অনেক সহজ হবে।
দূরত্বটা ১৪ হাজার মাইলের হলেও, তাপমাত্রা আর বৃষ্টিপাতের রেকর্ড একই রকম হওয়ায় ঢাকার সঙ্গে আবহাওয়ার খুব একটা পার্থক্য নেই মিয়ামির।
তবে বিস্তর ফারাক নগর ব্যবস্থাপনায়। সে পার্থক্য ঘোঁচাতে ফ্লোরিডার আদলে ঢাকা গড়তে হোল্ডিং ট্যাক্স, বর্জ্য ও ড্রেনেজ ব্যবস্থাপনা, মশক নিধনসহ নানা বিষয়ে হলো ১০ দিনের অভিজ্ঞতা বিনিময়।
শেষ দিন মিয়ামির ডেড কাউন্টির মেয়রের সঙ্গে বসেন উত্তর ঢাকার মেয়র। তিনি জানান, এই সফর মশক নিধনে মিলেছে নতুন পথ। আধুনিক নগরী গড়তে সহায়তাও চান তিনি।
এই আহ্বানে সাড়া দিয়ে মিয়ামির মেয়র জানান, স্মার্ট ঢাকা গড়তে প্রয়োজনে বিশেষজ্ঞ প্রতিনিধি পাঠাবেন তিনি।
ড্যানিলিয়া লিভাইন কাভা জানান, আমরা ঢাকাকে সব ধরনের সহায়তা দিতে প্রস্তুত। গত কয়েক দিনে আমাদের বিশেষজ্ঞরা নানা বিষয়ে ডিএনসিসি কর্মকর্তাদের প্রশিক্ষণ দিয়েছেন। তাদের বেশি কিছু বিষয়ে আমরা সহযোগিতা করতে পেরেছি। ভবিষ্যতেও তা অব্যাহত থাকবে
প্রশিক্ষণ শেষে ঢাকা উত্তর সিটি কর্পোরেশনের কর্মকর্তা ও কাউন্সিলরদের সনদ তুলে দেয় যুক্তরাষ্ট্রের সিএলডিপি।