The Bangladesh Today | Uniting people everyday

ঢাকা বৃহস্পতিবার, ০২ ডিসেম্বর ২০২১

১২ শ’ কোটি খরচ করেও পিক ফেলা ঠেকানো যায়নি, নেওয়া হচ্ছে বিশেষ উদ্যোগ

১২ শ’ কোটি খরচ করেও পিক ফেলা ঠেকানো যায়নি, নেওয়া হচ্ছে বিশেষ উদ্যোগ
ছবি: সংগৃহীত

পান, গুটকার পিক বা থুতুর কারণে প্রতি বছর লাখ লাখ টাকার সম্পত্তির ক্ষতি হয় ভারতীয় রেলের। পিক ফেলা বন্ধ করতে এক হাজার ২০০ কোটি টাকা খরচও করেছে ভারতীয় রেল কর্তৃপক্ষ। কিন্তু কাজের কাজ কিছুই হয়নি। বহুদিন ধরে এ সমস্যা সমাধানের উপায় খুঁজছে রেল কর্তৃপক্ষ। অবশেষে পিক ফেলা রোধে বিশেষ উদ্যোগ নিতে যাচ্ছে ভারত সরকার।

ভারতীয় গণমাধ্যমের তথ্যমতে, বাধ্য হয়ে এবার পিক ফেলার জন্য ছোট ছোট পিকদানি বিতরণ করার কথা ভাবছে ভারতীয় রেল কর্তৃপক্ষ। যার নাম দেওয়া হয়েছে ‘ইজিস্পিট’। দাম মাত্র ৫ থেকে ১০ টাকা। পিকদানিটি যে কেউ সহজেই বহন করতে পারবে, ব্যবহারও করা যাবে ১৫ থেকে ২০ বার। ইতোমধ্যে বেশ কয়েকটি স্টেশনে এর ব্যবহার শুরু হয়েছে।


তবে মজার বিষয় হলো পিকদানিগুলো ব্যবহার করে মাটিতে ফেলে দিলে তা গাছ উৎপাদনে সহায়তা করবে। ফলে এগুলোকে যেকোনো জায়গায় ফেলে দিলেও কোনো অসুবিধা হবে না।


সর্বশেষ

আরও পড়ুন