দেবহাটায় পুলিশের অভিযানে দুই আসামী আটক

আর.কে.বাপ্পা, দেবহাটা (সাতক্ষীরা) প্রতিনিধি: সাতক্ষীরার দেবহাটা থানা পুলিশের বিশেষ অভিযানে জিআর ওয়ারেন্টভুক্ত একজন ও সিআর ওয়ারেন্টভুক্ত একজন আসামীসহ মোট দু’জন আসামী গ্রেফতার হয়েছে।
আটককৃত আসামীরা হলো- চালতেতলা গ্রামের মৃত গহর আলী গাজীর ছেলে আজিজুল ইসলাম গাজী (২৯) ও আষ্কারপুর কামকাটিয়া গ্রামের মইনউদ্দীন ডালিমের ছেলে আব্দুল হক ডলি (৫০)।
আটকদেরকে আজ মঙ্গলবার (২৮ মার্চ) বিজ্ঞ আদালতের মাধ্যমে জেলহাজতে প্রেরণ করা হয়েছে।
পুলিশ জানায়, সাতক্ষীরা পুলিশ সুপার কাজী মনিরুজ্জামানের (পিপিএম) দিক-নির্দেশনায় ও সহকারী পুলিশ সুপার (দেবহাটা সার্কেল) এসএম জামিল আহমেদের সার্বিক তত্ত্বাবধানে দেবহাটা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শেখ ওবায়দুল্লাহর নেতৃত্বে দেবহাটা থানা এলাকায় আইন-শৃঙ্খলা রক্ষা, নিয়মিত মামলার আসামী গ্রেফতার, গ্রেফতারী পরোয়ানা তামিল, মাদকদ্রব্য উদ্ধারসংক্রান্ত বিশেষ অভিযান পরিচালনাকালে আজ মঙ্গলবার (২৮ মার্চ) ফোর্স সাথে নিয়ে এসআই শরিফুল ইসলাম ও শোভন দাশ আসামী আজিজুল ইসলাম গাজী ও আব্দুল হক ডলিকে গ্রেফতার করেন।
পুলিশ আরও জানায়, আসামীদেরকে বিজ্ঞ আদালতের মাধ্যমে জেলহাজতে প্রেরণ করা হয়েছে।