

হাতিয়া (নোয়াখালী) প্রতিনিধি: ভিটে মাটি রক্ষা চাই, হাতিয়াতে ব্লক চাই, শিক্ষা প্রতিষ্ঠান রক্ষা চাই-নদী ভাঙন রোধ চাই, দাবি মোদের একটাই-হাতিয়াতে ব্লক চাই-এমন শ্লোগানে ছাত্র শিক্ষক ব্যবসায়ী সাধারণ জনতার সম্মিলিত নদী ভাঙন রোধে এক মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে।
সোমবার (০৯ সেপ্টেম্বর) বেলা সাড়ে এগারোটায় স্থানীয় নলচিরা ঘাট এলাকায় অব্যাহত নদী ভাঙনের শিকার হাজার হাজার ভুক্তভোগী নারী পুরুষ এ মানববন্ধন কর্মসূচিতে অংশগ্রহণ করে।
নদী ভাঙন কবলিত নলচিরা ঘাট এলাকায় আফাজিয়া সরকারি প্রাথমিক বিদ্যালয়, আফাজিয়া উচ্চ বিদ্যালয়, আফাজিয়া জামে মসজিদ, নুরানী মাদ্রাসা ও আফাজিয়া বাজার বনিক সমিতি সহ এলাকার নারী-শিশু সহ সর্বস্তরের আমজনতা সকাল থেকে মানববন্ধনের এ কর্মসূচিতে সমবেত হতে থাকে। নদী ভাঙন রোধ কল্পে সমবেত জনতা বিভিন্ন শ্লোগানে নদীর ঘাট মুখরিত করে তোলে।
এ সময় মানববন্ধনে অংশগ্রহনকারী বক্তারা নদী ভাঙন রোধে ১৬ বছরের বিগত সরকারের অবহেলা কার্যকর কোন পদক্ষেপ গ্রহণ না করায় ক্ষোভ প্রকাশ করেন। অব্যাহত ভাঙনে আফাজিয়া বাজার সহ এখানে অবস্থিত ঐতিহ্যবাহী আফাজিয়া জামে মসজিদ-মাদ্রাসা, আফাজিয়া উচ্চ বিদ্যালয় ও সংলগ্ন সরকারি প্রাথমিক বিদ্যালয় সহ সরকারি বেসরকারি স্থাপনা সমূহ নদী গর্ভে বিলীনের দ্বারপ্রান্তে। পাশাপাশি টেকসই বেড়ীবাঁধের অভাবে প্রতিনিয়ত অমাবশ্যা ও পূর্ণিমার জোয়ারে স্থানীয় গ্রাম সমূহের বিস্তীর্ণ এলাকা প্লাবিত হয়ে পড়ে।
উল্লেখ্য, হাতিয়া নদী ভাঙন রোধের জন্য ক্ষতিগ্রস্থ এলাকার পোল্ডাননং-৭৩/১(এ+বি) এবং পোল্ডার নং ৭৩/২ এর পূণর্বাসন এবং মেঘনা নদীর (হাতিয়া চ্যানেল) প্রতিরক্ষামূলক কাজ বাস্তবায়নে প্রায় ২ হাজার ১৩২ কোটি টাকার প্রকল্প বাস্তবায়নের ধীর গতিতে ভাঙনের শিকার মানুষের মাঝে ক্ষোভ বিরাজ করছে। এ মানববন্ধনে অংশগ্রহণকারীরা উক্ত প্রকল্পের আশার বানী না শুনে এর দ্রুত বাস্তবায়ন দেখতে চায়।

