মো. আবুল হাসেম, মাটিরাঙ্গা (খাগড়াছড়ি) প্রতিনিধি: দীর্ঘদিন ধরেই খাগড়াছড়ির সবচেয়ে বড় বাজার হিসেবে পরিচিত মাটিরাঙ্গা বাজারে ময়লা-আবর্জনা ফেলার জন্য নির্দিষ্ট কোনো স্থান নেই। মাটিরাঙ্গা পৌর শহরের একমাত্র বাজারের বিভিন্ন গলি পথ আর প্রধান সড়কই যেন ময়লা-আবর্জনার ভাগাড়ে পরিণত হয়েছে। নিয়মিত পরিষ্কার না করায় পঁচে দুর্গন্ধ ছড়াচ্ছে সর্বত্র। যার কারণে ক্রেতা, বিক্রেতা ও পথচারীদের চরম দুর্ভোগ পোহাতে হচ্ছে। এ নিয়ে সচেতনমহল সহ বাজারে আসা ক্রেতা, বিক্রেতা ও পথচারীদের অভিযোগ থাকলেও মাটিরাঙ্গা পৌর প্রশাসনের টনক নড়েনি। ব্যবস্থায় নেয়নি মাটিরাঙ্গা বাজার ব্যবস্থাপনা কমিটিও।
এমন পরিস্থিতিতে মাটিরাঙ্গা পৌর প্রশাসকের দায়িত্ব নেয়ার সাত দিন না যেতেই মাটিরাঙ্গা বাজারের পরিচ্ছন্নতা অভিযানে নামলেন মাটিরাঙ্গা উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) মনজুর আলম।
বুধবার (৯ অক্টোবর) ভোরে সুর্যোদয়ের সাথে সাথে জনবহুল মাটিরাঙ্গা বাজারের ময়লা-আবর্জনা পরিষ্কার পরিচ্ছন্নতা অভিযান শুরু করেন মাটিরাঙ্গা উপজেলা নির্বাহী অফিসার মনজুর আলম।
জানা গেছে, সবেমাত্র সকালের সূর্য উঠেছে। তখনও কেউ ঘর থেকে বের হয়নি। এমন সময় মাটিরাঙ্গা পৌরসভার পরিচ্ছন্ন কর্মীদের নিয়ে পরিচ্ছন্নতা অভিযানে নামেন মাটিরাঙ্গা উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) ও মাটিরাঙ্গা পৌল প্রশাসক মনজুর আলম। অভিযানকালে মাটিরাঙ্গা বাজারের প্রধান সড়কসহ বিভিন্ন অলি-গলিতে পরিস্কার পরিচ্ছন্নতা অভিযান পরিচালনা করেন। জমে থাকা ময়লার স্তুুপ ও ময়লা পানি পরিস্কারে অন্যদের সাথে অংশ নেন তিনি।
মাটিরাঙ্গা উপজেলা নির্বাহী অফিসারের এমন উদ্যোগের প্রশংসা করে কয়েকজন ব্যবসায়ী ময়লা আবর্জনার ফেলার জন্য গুরুত্বপূর্ণ স্থানে অস্থায়ী ডাস্টবিন স্থাপনের দাবী জানান। পাশাপাশি ময়লা আবর্জনার ফেলার বিষয়ে ব্যবসায়ীদের সচেতন হওয়ারও আহবান জানান তারা।
বাজারে আসা ক্রেতা মো. নুরুল আলম বলেন, মাটিরাঙ্গা বাজারে প্রতিদিন ময়লা-আবর্জনার স্তুুপ দেখা যেত। ইউএনও মহোদয়ের উদ্যোগে প্রধান সড়কসহ বাজারের অলিগলিতে পরিচ্ছন্নতার ছোঁয়া লেগেছে। তবে ক্রেতা-পথচারীদের চলাচল নির্বিঘ্ন করতে গলিপথগুলো উদ্ধারের দাবী জানান তিনি।
প্রথমবারের মতো মাটিরাঙ্গা বাজারে পরিষ্কার পরিচ্ছন্নতা অভিযানে ইউএনও মাঠে নেমে আসায় ক্রেতা-বিক্রেতাসহ সচেতনমহলের প্রশংসায় ভাসছেন জানিয়ে মাটিরাঙ্গা প্রেস ক্লাবের সভাপতি জসীম উদ্দিন জয়নাল যত্রতত্র ময়লা আবর্জনা না ফেলে ব্যবসায়ীদের নির্দিষ্ট স্থানে ময়লা আবর্জনা রাখার আহ্বান জানান।
মাটিরাঙ্গা উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) ও মাটিরাঙ্গা পৌর প্রশাসক মনজুর আলম বলেন, আমি দায়িত্ব গ্রহণের পর থেকেই গণমাধ্যমকর্মী ও সচেতন মহলের পক্ষ থেকে গুরুত্বপূর্ণ এ বাজারকে ময়লার ভাগাড়ে পরিণত করার অভিযোগ ছিল। তাই পরিচ্ছন্ন কর্মীদের নিয়ে আমি নিজেই পরিস্কার পরিচ্ছন্নতা অভিযান শুরু করেছি। এখন থেকে মাটিরাঙ্গা বাজারে কোন ধরনের ময়লা থাকবেনা। প্রতিদিন সুর্যোদয়ের আগেই নির্ধারিত স্থানে থাকা ময়লা সরিয়ে নেয়া হবে।