মানিকগঞ্জ প্রতিনিধি: নানান কর্মসূচীর মধ্য দিয়ে মানিকগঞ্জের ঘিওরে ৭১’র তেরশ্রী গণহত্যা দিবস পালিত হয়েছে।
আজ শুক্রবার সকালে তেরশ্রী শহীদ মুক্তিযোদ্ধা স্মৃতিস্তম্ভে জাতীয় পতাকা উত্তোলন করে দিবসটির শুভসূচনা করেন জেলা প্রশাসক ড. মনোয়ার হোসেন মোল্লা।
পরে শহীদদের স্মরণে এক মিনিট নিরবতা পালন শেষে, মুক্তিযুদ্ধ স্মৃতিস্তম্ভে ফুল দিয়ে শ্রদ্ধা জানায় জেলা প্রশাসন, মুক্তিযোদ্ধা, বিএনপি ও অঙ্গসংগঠনের নেতাকর্মী, বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষক-শিক্ষার্থী ও সামাজিক-সাংস্কৃতিক সংগঠনের নেতৃবৃন্দ। পরে একটি শোক র্যালি বের করা হয়।
১৯৭১ সালের এই দিনে পাক হানাদার বাহিনী মানিকগঞ্জের ঘিওরের তেরশ্রী এস্টেটের তৎকালীন জমিদার সিদ্ধেশ্বর রায় প্রসাদ চৌধুরী, কলেজ অধ্যক্ষ আতিয়ার রহমানসহ ৪৩জন স্বাধীনতাকামী মানুষকে আগুনে পুড়িয়ে, বেয়নেট দিয়ে খুচিয়ে ও গুলি করে হত্যা করে। ওই সময় তারা পুরো গ্রামের ঘরবাড়ী আগুনে পুড়িয়ে দেয়।