ঢাকা
২৬শে নভেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ
রাত ৪:৪৭
logo
প্রকাশিত : সেপ্টেম্বর ১০, ২০২৪

হাতিয়ায় প্রাথমিক শিক্ষা অফিসে কোটি টাকা ঘুষ আদায়ের অভিযোগ

ছায়েদ আহমেদ, হাতিয়া (নোয়াখালী) প্রতিনিধি: নোয়াখালীর হাতিয়া উপজেলার পিটিআই (ডিপিএড/সিইনএড) প্রশিক্ষণপ্রাপ্ত শিক্ষকদের নিম্নধাপ থেকে উচ্চধাপে বেতন নির্ধারণ সহ বকেয়া বিল প্রদানের ক্ষেত্রে উপজেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তা আ. জব্বার, সাবেক ভারপ্রাপ্ত শিক্ষা কর্মকর্তা এ.বি.এম নুরেজ্জমান ও উচ্চমান সহকারী কাম হিসাবরক্ষক নাজিম উদ্দিনের বিরুদ্ধে কোটি টাকা ঘুষ আদায়ের অভিযোগ উঠেছে।

সরকারের সিদ্ধান্তের প্রেক্ষিতে সারাদেশের মতো হাতিয়া উপজেলার সরকারি প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষকরাও প্রশিক্ষণপ্রাপ্ত উচ্চধাপে বেতন পাওয়ার জন্য উপজেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তা ও উচ্চমান সহকারী কাম হিসাবরক্ষকের সাথে যোগাযোগ করে থাকে। শিক্ষকরা তাদের সাথে যোগাযোগ করলে তারা শিক্ষা অফিসের দীর্ঘদিনের অবৈধ অর্থ আদায়ের কাজে নিয়োজিত এজেন্ট দক্ষিণ চরঈশ্বর রায় সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষক এনায়েতে রাব্বীর সাথে যোগাযোগ করতে বলেন।

খোঁজ নিয়ে জানা যায়, শিক্ষা অফিসের নির্দেশে শিক্ষকরা এনায়েতে রাব্বীর সাথে দেখা করলে তিনি উপজেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তা ও উচ্চমান সহকারী কাম হিসাবরক্ষক নাজিম উদ্দিনের পক্ষ হয়ে শিক্ষকদের একজন করে আলাদাভাবে ডেকে এনে প্রতি শিক্ষকের অনলাইন বেতন নির্ধারণের জন্য ও চাকরির খতিয়ান বহি হালফিল করা বাবদ ৮ হাজার টাকা আর বকেয়া বিল বাবদ ১২ হাজার টাকা করে-প্রতি শিক্ষক হতে মোট ২০ হাজার টাকা ঘুষ দাবি করে।

শিক্ষা অফিসের নিয়োজিত এজেন্ট এনায়েতে রাব্বীর দাবি অনুযায়ী তাকে যে সকল শিক্ষক ২০ হাজার টাকা করে দেয় তখন তাদের স্বল্প সময়ে বেতন নির্ধারণ সহ বকেয়া বিল পরিশোধ করে দেয়। গোপনীয়তা রক্ষা করে ১ জন করে ডেকে এনে ঘুষের টাকা আদায় করার মূল রহস্য হল এ অবৈধ অর্থ আদায়কে কেন্দ্র করে যেন শিক্ষকদের মধ্যে কোন প্রতিক্রিয়া-প্রতিবাদ না হয় এবং গণমাধ্যমগুলো যেন আঁচ করতে না পারে।

শিক্ষা অফিসের প্রত্যাশানুযায়ী ঘুষ প্রাপ্তির পরবর্তী উক্ত শিক্ষকদের বেতন নির্ধারণের তারিখ অনুযায়ী পেছনের তারিখ ও বিল নং দিয়ে তাদের বকেয়া বিল পরিশোধ করে দেয়। যার কারণে অনেক ক্ষেত্রে বিল পাসের তারিখের সাথে এসব শিক্ষকের ব্যাংক বিবরণীর মাসেরও মিল থাকেনা। এভাবে নগদ টাকা আদায়ের মাধ্যমে সেপ্টেম্বর ২০২৩ খৃঃ থেকে ১০-২০জন করে ধাপে ধাপে বেতন নির্ধারণ করে ২০২৩-২০২৪ অর্থবছরে শতাধিক শিক্ষকের ও বর্তমান ২০২৪-২০২৫ অর্থবছরে দুই শতাধিক শিক্ষকের এ সংক্রান্ত কাজ সম্পাদন করে থাকে উপজেলা শিক্ষা অফিস।

উপজেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তা ও উচ্চমান সহকারী কাম হিসাবরক্ষকের দাবি অনুযায়ী ঘুষ না দেওয়ায় এক বছরেও অর্ধেক শিক্ষকের বেতন নির্ধারণ এবং বকেয়া বিল পরিশোধ করা হয়নি। যার কারণে অনেক শিক্ষকের নিয়োগ ও পিটিআই, প্রশিক্ষণ পাসের তারিখের সময়কাল আগে হলেও বেতন পেয়ে থাকে জুনিয়রদের থেকে অনেক কম। হাতিয়া উপজেলার বিভিন্ন সরকারি প্রাথমিক বিদ্যালয়ের ভুক্তভোগী শিক্ষকদের দেওয়া তথ্য ও অফিসিয়াল ডকুমেন্টস থেকে বেরিয়ে আসে উচ্চমান সহকারী কাম হিসাবরক্ষক নাজিম উদ্দিনের যোগসাজসে প্রাথমিক শিক্ষা কর্মকর্তাদের নানা অনিয়মের পাহাড়সম এসব তথ্য।

উপজেলার ২২৭টি সরকারি প্রাথমিক বিদ্যালয়ে শিক্ষক পদ রয়েছে ১হাজার ৪শত ৪৪টি। এ পদগুলোর মধ্যে কেবল ২০০৬ থেকে ২০১৯ সাল পর্যন্ত অর্থাৎ ২০২০ সালে শিক্ষকদের ১৩তম গ্রেড পাওয়ার আগ পর্যন্ত পিটিআই প্রশিক্ষণপ্রাপ্ত প্রায় ৬০০ জন শিক্ষক দীর্ঘদিন নিম্নধাপে বেতন ভাতাদি ভোগ করে আসছেন। শিক্ষা অফিস এসকল শিক্ষক থেকে ২০ হাজার টাকা করে ঘুষ আদায় করলে শুধু এ কাজে আদায় হয় ১ কোটি ২০ লাখ টাকা।

ঘুষ ছাড়া হাতিয়া উপজেলা প্রাথমিক শিক্ষা অফিসে কোনো কাজই হয়না। উপজেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তা মো. আ: জব্বারের নির্দেশে দীর্ঘদিন থেকে এ ঘুষের টাকা আদায় করে আসছেন শিক্ষা অফিসের উচ্চমান সহকারী কাম হিসাব রক্ষক নাজিম উদ্দিন ও দক্ষিণ চরঈশ্বর রায় সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষক এনায়েতে রাব্বী। শ্রেণী কার্যক্রম চলাকালীন সময়েও তিনি অফিসে আনাগোনা করে থাকে। শিক্ষকদের চাকরি বহিগুলো নিজের হাতে ও নির্দিষ্ট কয়েকজন শিক্ষক দিয়ে হালফিল করে থাকে। শিক্ষকদের পেনশন বিল, বিভিন্ন বকেয়া বিলসহ চাকুরির খতিয়ান বহি গুলো উচ্চমান সহকারী নাজিম উদ্দিন কর্তৃক হালফিল করার কথা থাকলেও তিনি নিজের হাতে লেখেন না। এই ক্ষেত্রে নাজিম উদ্দিন শুধু শিক্ষক এনায়েতে রাব্বি সহ নির্ধারিত শিক্ষকদের থেকে ঘুষের টাকা সংগ্রহ করে নিজের অংশ রেখে বাকি অংশ প্রাথমিক শিক্ষা কর্মকর্তা, শিক্ষক নেতা সহ টাকা আদায়কারীদের ভাগ বাটোয়ারা করে দেয়।

গত দেড় বছর থেকে শিক্ষা অফিসে হিসাব সহকারী মেহেদী হাসান কর্মরত থাকলেও তাকে দিয়ে অফিসের কোন কাজই করানো হয় না। বর্তমান কর্মস্থলটি নাজিম উদ্দিনের নিজ স্থায়ী ঠিকানায় হওয়ায় জেলা প্রাথমিক শিক্ষা অফিসের সাথে যোগাযোগ রক্ষাসহ স্থানীয় প্রভাব খাটিয়ে সব দখল করে টাকার বিনিময়ে নির্দিষ্ট কিছু শিক্ষককে দিয়ে হিসাব সহকারীর কাজগুলোও এ উচ্চমান সহকারী একাই সম্পাদন করে থাকেন।

আফাজিয়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষক মো: বাবর উদ্দিন জানান, শিক্ষা কর্মকর্তা এবং অফিসের উচ্চমান সহকারী কাম হিসাব রক্ষক নাজিম উদ্দিনের নির্দেশে সহকারী শিক্ষক এনায়েতে রাব্বী আমার থেকে ২০ হাজার চেয়েছে কিন্তু আমি অনুরোধ করে কিছু টাকা কম দিয়েছি।

মাইজচরা সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষক সাখাওয়াত হোসেন জানান, নিম্নধাপ থেকে উচ্চধাপে বেতন নির্ধারণ সহ বকেয়া বিলের জন্য সহকারী শিক্ষক এনায়েতে রাব্বী আমার থেকে ২০ হাজার টাকা নিয়েছে। তিনি আরো জানান, আমার প্রতিষ্ঠানের আরেক সহকারী শিক্ষক মুজাহিদুল ইসলাম সহ চানন্দী সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষক নুরুন নাহার পান্না, জোড়খালী হাবিব উল্লাহ সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষক রোকছানা সহ আমাদের গ্রুপের ১০জন থেকেও ২০ হাজার টাকা করে নেন।

শিক্ষকরা আরো অভিযোগ করেন যে, বেতন বিবরণী অনুযায়ী শিক্ষকদের বেতন প্রদান করার কথা থাকলেও হাতিয়া প্রাথমিক শিক্ষা অফিসে তা মানা হচ্ছেনা। আবার ঘুষের টাকা আদায়কারী এনায়েতে রাব্বি সহ কিছু বিদ্যালয়ের শিক্ষকরা প্রতি মাসের মাস বিবরণীতে মূল বেতনের ঘর সম্পূর্ণ ভাবে খালি রেখে মনগড়াভাবে বেতন ভোগ করে আসছে দীর্ঘদিন থেকে।

এদিকে, হাতিয়া উপজেলা প্রাথমিক শিক্ষা অফিসের নানাবিধ অনিয়মের বিরুদ্ধে নিঝুম দ্বীপের বাতায়ন কিল্লা সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষক আবু বকর ছিদ্দিক ৯ জুলাই ২০২৪ এ নোয়াখালী জেলা প্রথমিক শিক্ষা কর্মকর্তা বরাবর একটি অভিযোগ প্রেরণ করেন। যেখানে বলা হয়, ২২ জানুয়ারি ২০২৩ এর অফিস আদেশ নং-উশিঅ/হাতিয়া/নোয়া/২০২৩/৬৫ মোতাবেক তাকে নিজ এলাকায় আব্দুল মতিন পন্ডিত সরকারি প্রাথমিক বিদ্যালয়ে প্রতিস্থাপন সাপেক্ষে বদলির আদেশ দেয়। এ বিষয়ে অফিসে যোগাযোগ করতে গেলে অফিস তার থেকে ২৫ হাজার টাকা উৎকোচ দাবি করলে উক্ত শিক্ষক তা দিতে অপারগতা প্রকাশ করেন। পরবর্তীতে শিক্ষা কর্মকর্তা ও হিসাব রক্ষক তার উপর ক্ষিপ্ত হন এবং ধমক দেন বলে অভিযোগ পত্রে উল্লেখ করেন।

অভিযোগের বিষয়ে দক্ষিণ চরঈশ্বর রায় সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষক এনায়েতে রাব্বী বলেন, আমি শিক্ষক আমার কাজ দান পাঠদান করা, আমি এসব বিষয়ে কিছু জানিনা।

উপজেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তা মো: আ. জব্বার জানান, এনায়েতে রাব্বীকে শিক্ষকদের থেকে টাকা নেওয়ার বিষয়ে আমরা কিছু বলিনি এবং প্রাথমিক শিক্ষা অফিসের অনিয়মের বিরুদ্ধে শিক্ষক কর্তৃক জেলা শিক্ষা অফিসে অভিযোগের বিষয়ে আমার জানা নেই।

এ বিষয়ে জেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তা মনছুর আলী চৌধুরীর সাথে মুঠোফোনে যোগাযোগের জন্য বারবার চেষ্টা করেও তা সম্বব হয়নি।

উল্লেখ্য, সরকার পতন পরবর্তী হাতিয়ায় নৌবাহিনী অবস্থান করায় এবং এই প্রতিবেদক ঘুষ দুর্নীতির বিষয়ে শিক্ষকদের মন্তব্যের জন্য কল করায় শিক্ষা অফিস তাদের ঘুষ গ্রহনের ধরণ পরিবর্তন করেছে। শিক্ষকদের থেকে এখন ঘুষের টাকা যা পায় তা নিয়ে সন্তুষ্ট থেকে কিছু সংখ্যক শিক্ষকের শুধু ইনক্রিমেন্টের কাজটি সম্পন্ন করছে বলে খোঁজ পাওয়া গেছে।

logo
প্রকাশকঃ অধ্যাপক ড. জোবায়ের আলম
ভারপ্রাপ্ত সম্পাদকঃ তাপস রায় সরকার
মোবাইল: +৮৮০ ১৭৩৬ ৭৮৬৯১৫
কার্যালয় : বিটিটিসি বিল্ডিং (লেভেল:০৩), ২৭০/বি, তেজগাঁও (আই/এ), ঢাকা-১২০৮
মোবাইল: +880 2-8878026, +880 1736 786915, +880 1300 126 624
ইমেইল: tbtbangla@gmail.com (online), ads@thebangladeshtoday.com (adv) newsbangla@thebangladeshtoday.com (Print)
বাংলাদেশ টুডে কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত। অনুমতি ছাড়া এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি ও বিষয়বস্তু অন্য কোথাও প্রকাশ করা বে-আইনী।
Copyright © 2024 The Bangladesh Today. All Rights Reserved.
Host by
linkedin facebook pinterest youtube rss twitter instagram facebook-blank rss-blank linkedin-blank pinterest youtube twitter instagram