ঢাকা
২৫শে নভেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ
সকাল ১১:৩২
logo
প্রকাশিত : আগস্ট ১৪, ২০২৪

আগের রুপে ফিরছে দেশের বাণিজ্যিক রাজধানী ও সমৃদ্ধির স্বর্ণদ্বার বন্দরনগরী চট্টগ্রাম

এস এম আকাশ, ব্যুরো প্রধান, চট্টগ্রাম: শেখ হাসিনা সরকারের পতনের পর স্বাভাবিক হতে শুরু করেছে চট্টগ্রাম নগরের জনজীবন। সড়কে অফিসগামী মানুষ ও সরকারি-বেসরকারি বিদ্যালয় ও কলেজগুলোতে শিক্ষার্থীদের উপস্থিতি ধীরে ধীরে বাড়তে শুরু করেছে। সড়কে নেমেছে ট্রাফিক পুলিশ। কিছুটা স্বস্তি ফিরেছে নগরীর বাজারগুলোতে বেড়েছে নগরবাসীর উচ্ছ্বাস।

বুধবার (১৪ আগস্ট) গুরুত্বপূর্ণ বিভিন্ন স্থানে দেখা যায় এমন চিত্র। সরেজমিনে ঘুরে নগরীর মুরাদপুর, ২ নং গেইট, জিইস মোড়, লালখান বাজার, দেওয়ানহাট, আগ্রাবাদ ও চকবাজার, জামালখান এলাকাগুলোতে সাধারণ মানুষের উপস্থিতি দেখা গেছে। স্বাভাবিক রয়েছে গণপরিবহনগুলো ও এসব এলাকায় খোলা রয়েছে দোকানপাট। আগের মতো অনেকটা স্বাভাবিক হয়েছে নগরের বিভিন্ন এলাকার মার্কেটগুলো। তবে মার্কেটে আগের তুলনায় সংখ্যায় কম রয়েছে ক্রেতাদের।

নগরের আগ্রাবাদ এলাকার আক্তারু জাম্মান সেন্টারের জিয়াউল আলিফ নামের এক ব্যাবসায়ী চট্টলার খবরকে জানান, জনজীবন স্বাভাবিক হলেও আগের মতো ক্রেতাদের আনাগোনা নেই আর। যা কিছু হয়, তা দিয়ে খরচাই ওঠে না। তবে আগের মতন স্বাভাবিক হবে বলে বিশ্বাস করছেন ব্যবসায়ীরা।

চট্টগ্রামে প্রায় এক সপ্তাহ পর পুলিশ সদস্যরা ট্রাফিক নিয়ন্ত্রণে যোগ দিয়েছেন। গত সোমবার (১২ আগস্ট) সকাল থেকে নগরের আগ্রাবাদ, জিইসি, টাইগারপাস,ওয়াসা ও দামপাড়া মোড়ে ট্রাফিক পুলিশের সদস্যদের কাজ করতে দেখা গেছে। তাদের সহযোগিতা করছেন বিভিন্ন স্কুল কলেজের শিক্ষার্থী, আনসার, বিএনসিসি ও রোভার স্কাউটের সদস্যরা। চট্টগ্রামের বিভিন্ন থানায় শিক্ষার্থীরা ফুল দিয়ে ট্রাফিক পুলিশ সদস্যদের শুভেচ্ছাও জানান।

স্বাভাবিক হতে শুরু করেছে নগরের শিক্ষা প্রতিষ্ঠানসহ অফিস-আদালতগুলো ও ভীতি কেটেছে মানুষের। নগরের সরকারি-বেসরকারি বিদ্যালয় ও কলেজগুলোতে শিক্ষার্থীদের উপস্থিতি ধীরে ধীরে বাড়তে শুরু করেছে। নগরের সিডিএ অ্যাভিনিউ এলাকায় অবস্থিত নাছিরাবাদ সরকারি উচ্চবিদ্যালয়ে গতকাল মঙ্গলবার প্রায় আড়াইশ শিক্ষার্থী উপস্থিত ছিল। বিদ্যালয়ের প্রধান শিক্ষক মো. আবদুর রহমান জানান, ধীরে ধীরে শিক্ষার্থীদের উপস্থিতি বাড়ছে। সবকিছু স্বাভাবিক হচ্ছে।

স্বস্তি ফিরেছে কিছুটা বাজারে। টানা প্রায় ৩ সপ্তাহ পর স্বস্তি ফিরতে শুরু করেছে নগরীর বাজারগুলোতে। নাগালের মধ্যেই পাওয়া যাচ্ছে সব ধরনের সবজি। আজ বুধবার (১৪ আগস্ট) বাজারে প্রতিকেজি আলু বিক্রি হয়েছে ৫২-৫৫ টাকায়। প্রতি কেজি ভারতীয় পেঁয়াজ ১১০ টাকা, ভারতীয় রসুন ২১০ টাকা, ভারতীয় আদা ২৮০ টাকা, প্রতি পিস ফুলকপি ৩০ টাকা, প্রতি পিস বাঁধাকপি ৩০ টাকা দরে বিক্রি হয়েছে। সবজির বাজার ঘুরে আরো দেখা যায়, প্রতি কেজি কাঁকরোল ৪০ টাকা, পেঁপে ৫০ টাকা, পটল ৪০ টাকা, শশা ৪০ টাকা, ঢেঁড়স ৪০ টাকা, লম্বা বেগুন ৫০ টাকা, কচুর মুখি ৫০ টাকা, করলা ৬০ টাকা দরে বিক্রি হচ্ছে।

এর আগে সোমবার (৫ আগস্ট) শেখ হাসিনার পলায়নের পর নগরের বিভিন্ন এলাকায় বিজয় উল্লাস করে সাধারণ মানুষ। হাজার হাজার মানুষ নেমে পড়েন রাস্তায়। তাদের অনেকে মিষ্টি বিতরণ করতে থাকেন। ওই দিন দোকানে মিষ্টির সংকট দেখা দেয়। এদিন নগরে বিভিন্ন পয়েন্টে বেশ কয়েকটি পুলিশ বক্সসহ থানা ভাঙচুর করা হয়।

logo
প্রকাশকঃ অধ্যাপক ড. জোবায়ের আলম
ভারপ্রাপ্ত সম্পাদকঃ তাপস রায় সরকার
মোবাইল: +৮৮০ ১৭৩৬ ৭৮৬৯১৫
কার্যালয় : বিটিটিসি বিল্ডিং (লেভেল:০৩), ২৭০/বি, তেজগাঁও (আই/এ), ঢাকা-১২০৮
মোবাইল: +880 2-8878026, +880 1736 786915, +880 1300 126 624
ইমেইল: tbtbangla@gmail.com (online), ads@thebangladeshtoday.com (adv) newsbangla@thebangladeshtoday.com (Print)
বাংলাদেশ টুডে কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত। অনুমতি ছাড়া এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি ও বিষয়বস্তু অন্য কোথাও প্রকাশ করা বে-আইনী।
Copyright © 2024 The Bangladesh Today. All Rights Reserved.
Host by
linkedin facebook pinterest youtube rss twitter instagram facebook-blank rss-blank linkedin-blank pinterest youtube twitter instagram