এমএ জলিল সরকার, পার্বতীপুর (দিনাজপুর) প্রতিনিধি: দিনাজপুরের পার্বতীপুর বড়পুকুরিয়া কয়লা ভিত্তিক তাপ বিদ্যুৎ কেন্দ্রের ৩টি ইউনিটই বন্ধ হয়ে গেছে। যে কারনে সোমবার সকাল থেকে বিদ্যুৎ উৎপাদন সম্পূর্ণ ভাবে বন্ধ হয়ে রয়েছে।
জানা যায়, বিদ্যুৎ কেন্দ্রের(হাইড্রলিক ফুয়েল) তেল সরবরাহকারী দুটি পাম্প নষ্ট হয়ে যাওয়ার কারনে তাপ বিদ্যুৎ কেন্দ্রের তিনটি ইউনিট বন্ধ হয়ে যায়। ফলে কেন্দ্রটি থেকে ২৮৫ মেগাওয়াট বিদ্যুৎ জাতীয় গ্রীডে সংযোগ দেয়া বন্ধ রয়েছে। ২০২২ সালের অক্টোবর মাসে একটি পাম্প নষ্ট হয়ে যায়। একটি পাম্প দিয়েই কোন রকম খুড়িয়ে খুড়িয়ে বিদ্যুৎ কেন্দ্রটি চলছিল। সোমবার সকালে দ্বিতীয় পাম্পটি বিকল হলে সমস্ত কার্যক্রম বন্ধ হয়ে যায়। কেন্দ্রে ১২৫ করে ২টি ইউনিট এবং ২৭৫ মেগাওয়াটের ১টি সহ মোট ৫২৫ মেগাওয়াটের কয়লাভিত্তিক এই বিদ্যুৎ কেন্দ্রটি থেকে বিদ্যুৎ উৎপাদন হত মাত্র ২৮৫ মেগাওয়াট বিদ্যুৎ। যে পাম্প বিকলের কারনে উৎপাদন বন্ধ রয়েছে সেটি চায়না থেকে আনা ছাড়া পুনরায় কেন্দ্রটি চালু করা সম্ভব নয় এমনটাই জানালেন বিদ্যুৎ উৎপাদন কেন্দ্রের চীফ ইন্জিনিয়ার আবু বক্কর সিদ্দিক।
তিনি আরো জানান, এটি আনতে চাইনিজরা দু সপ্তাহ সময় চায়। আমরা তার আগে আনার তাগিদ দিয়েছি। বিদ্যুৎ কেন্দ্রটি চায়না কনসোর্টিয়াম কোম্পানি দ্বারা দেশীয় কিছু জনবল সমন্বয়ে চালিত। আজ মঙ্গলবার সকাল দশটা পর্যন্ত চাইনিজ দের সাথে দেশীয় এক্সপার্টদের মিটিং চলছিল।