ঢাকা
২৩শে নভেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ
রাত ২:১৭
logo
প্রকাশিত : নভেম্বর ২২, ২০২৪

শান্তিগঞ্জের গণ সমাবেশে তালহা আলমকে প্রার্থী ঘোষণা

সোহেল তালুকদার, শান্তিগঞ্জ (সুনামগঞ্জ) প্রতিনিধি: সুনামগঞ্জ জেলার শান্তিগঞ্জ উপজেলায় গণ সমাবেশ করেছে জমিয়তে উলামায়ে ইসলাম বাংলাদেশের শান্তিগঞ্জ উপজেলা শাখার একাংশ। সমাবেশে জমিয়তের কেন্দ্রীয় কমিটির প্রচার সম্পাদক সৈয়দ তালহা আলমকে আগামী সংসদ নির্বাচনে সুনামগঞ্জ-৩ (শান্তিগঞ্জ-জগন্নাথপুর) আসনের জমিয়তে উলামায়ে ইসলামের মুফতি ওয়াক্কাস গ্রুপের প্রার্থী বলে ঘোষণা করেছেন দলটির কেন্দ্রীয় কমিটির সিনিয়র সহ-সভাপতি মাও. শহীদুল ইসলাম আনসারী।

শুক্রবার (২২ নভেম্বর) বিকাল ৫ টায় শান্তিগঞ্জ উপজেলার শান্তিগঞ্জ বাজারের এক গণ সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে এই ঘোষণা দেন তিনি।

সৈয়দ তালহা আলম সম্ভাব্য কোনো প্রার্থী নয়, নিশ্চিত প্রার্থী উল্লেখ করে তিনি বলেন, সৈয়দ তালহা একজন উপযুক্ত মানুষ। কেন্দ্রের পক্ষ থেকে আমরা পরামর্শ করেই তাকে এই আসনে প্রতিদ্বন্দ্বিতা করার জন্য নির্বাচিত করলাম। তাকে আপনাদের (ভোটারদের) হাতে তুলে দিয়ে গেলাম। আমি জগন্নাথপুরে অনেক মানুষের সাথে কথা বলেছি। সেখানেও তার গ্রহণযোগ্যতা আছে। সৈয়দ তালহা কোনো সম্ভাব্য প্রার্থী নয়, নিশ্চিত প্রার্থী। আমাদের বিশ্বাস, তার মতো যুবক সুনামগঞ্জ-৩ আসনে সর্বোচ্চ ভোটে নির্বাচিত হয়ে সংসদে দাঁড়িয়ে শান্তিগঞ্জ-জগন্নাথপুরের অবহেলিত মানুষের পক্ষে কথা বলবে।

গণ সমাবেশে সভাপতিত্ব করেন শান্তিগঞ্জ উপজেলা জমিয়তের (মুফতি ওক্কাস প্রুপ) নব নির্বাচিত সভাপতি মাও. হোসাইন আহমদ।

নব নির্বাচিত সাধারণ সম্পাদক মাও. এম এ হাফিজ, শহীদুর রহমান ও সাদিকুর রহমানের যৌথ পরিচালনায় সমাবেশে বিশেষ মেহমান হিসেবে বক্তব্য রাখেন কেন্দ্রীয় জমিয়তের সহ-সভাপতি মাও. আবদুস শহীদ, সুনামগঞ্জ-৩ আসনের সাবেক সংসদ সদস্য দেওয়ান শামসুল আবেদীন।

অনুষ্ঠানে প্রধান বক্তার বক্তব্য রাখেন সুনামগঞ্জ-৩ আসনে সংসদ সদস্য প্রার্থী, কেন্দ্রীয় জমিয়তের প্রচার সম্পাদক সম্পাদক সৈয়দ তালহা আলম।

তিনি বলেন, বেগম খালেদা জিয়া ও তারেক রহমান বুঝেশুনেই ধানের শীষ প্রতীক জমিয়তকে দিয়েছিলেন। জমিয়ত কোনো ভাড়াটিয়া দল নয়। এভাবে ভাড়াটিয়া বলাটা রাজনৈতিক শিষ্টাচারের মধ্যে পড়ে না। যখন বিএনপির ভাইয়েরা রাস্তায় দাঁড়াতে পারেননি, তখন আমি জগন্নাথপুর-শান্তিগঞ্জে ফ্যাসিস্ট হাসিনার রক্তচক্ষু উপেক্ষা করে অবৈধ ভোটের বিরুদ্ধে লিফলেট বিতরণ করেছিলাম। আমাদের দলেই ঘাপটি মেরে থাকা আওয়ামীলীগের সুবিধাভোগীরা তখন আত্মগোপনে ছিলেন।

বিশেষ অতিথির বক্তব্য রাখেন কেন্দ্রীয় জমিয়তের যুগ্ম-মহাসচিব মাও. রশিদ বিন ওয়াক্কাস, সাংগঠনিক সম্পাদক মাও. জাকির হোসাইন খান, সহকারী মহাসচিব হাফিজ রশিদ আহমদ, সহ সাংগঠনিক সম্পাদক মাও. মাহমুদুল হাসান জিহাদী।

অন্যান্যদের মাঝে বক্তব্য রাখেন সুনামগঞ্জ জেলা জমিয়তের সহ-সভাপতি মাও. আবদুল গফফার, জগন্নাথপুর উপজেলা জমিয়তের আহ্বায়ক মাও. উজায়েরুল হক মমনু, জামালগঞ্জ উপজেলা জমিয়তের সাধারণ সম্পাদক মাও. আব্দুল্লাহ আলমগীর, সুনামগঞ্জ সদর উপজেলা জমিয়তের সাধারণ সম্পাদক হাফিজ মনিরুল ইসলাম, নবগঠিত শান্তিগঞ্জ উপজেলা কমিটির নির্বাহী সভাপতি মাও. খলিলুর রহমান, জগন্নাথপুর পৌর জমিয়তের আহ্বায়ক মাও. ওয়ালী উল্লাহ ওলী, মাও. কবির আহমদ, জগন্নাথপুর উপজেলা জমিয়তের সদস্য সচিব মাও. এরশাদ খান আল হাবিব, সুনামগঞ্জ সদর জমিয়তের যুব বিষয়ক সম্পাদক মাও. শাহীনূর রহমান শাহীন, জেলা যুব জমিয়তের সদস্য সচিব মাও. ছালিক আহমদ, জেলা ছাত্র জমিয়তের আহ্বায়ক মুহাম্মদ সুহাইল আহমদ, সদস্য সচিব আহমেদ মারজান, যুবনেতা মাও. ওয়েস আহমদ, মাও. হাফিজুর রহমান ও মাও. আফাজ উদ্দিন প্রমুখ। এসময় শান্তিগঞ্জ উপজেলা জমিয়ত, যুব জমিয়ত ও ছাত্র জমিয়তের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।

অনুষ্ঠানের দ্বিতীয় অধিবেশনে শান্তিগঞ্জ উপজেলা জমিয়তের (মুফতি ওয়াক্কাস গ্রুপ) ৫১ সদস্য বিশিষ্ট কমিটি ঘোষণা করেন সৈয়দ তালহা। কমিটিতে মাও. হোসাইন আহমদকে সভাপতি, এম. আবদুল হাফিজকে সাধারণ সম্পাদক, মাও. খলিলুর রহমান খলিলকে নির্বাহী সভাপতি ও হাফিজ হোসাঈন আহমদকে সাংগঠনিক সম্পাদক করা হয়।

logo
প্রকাশকঃ অধ্যাপক ড. জোবায়ের আলম
ভারপ্রাপ্ত সম্পাদকঃ তাপস রায় সরকার
মোবাইল: +৮৮০ ১৭৩৬ ৭৮৬৯১৫
কার্যালয় : বিটিটিসি বিল্ডিং (লেভেল:০৩), ২৭০/বি, তেজগাঁও (আই/এ), ঢাকা-১২০৮
মোবাইল: +880 2-8878026, +880 1736 786915, +880 1300 126 624
ইমেইল: tbtbangla@gmail.com (online), ads@thebangladeshtoday.com (adv) newsbangla@thebangladeshtoday.com (Print)
বাংলাদেশ টুডে কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত। অনুমতি ছাড়া এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি ও বিষয়বস্তু অন্য কোথাও প্রকাশ করা বে-আইনী।
Copyright © 2024 The Bangladesh Today. All Rights Reserved.
Host by
linkedin facebook pinterest youtube rss twitter instagram facebook-blank rss-blank linkedin-blank pinterest youtube twitter instagram