ঢাকা
১৯শে অক্টোবর, ২০২৪ খ্রিস্টাব্দ
ভোর ৫:২৬
logo
প্রকাশিত : সেপ্টেম্বর ২৩, ২০২৪

শাহেদ ড্রোনের আরও উন্নত সংস্করণ আনলো ইরান

রাশিয়া-ইউক্রেন যুদ্ধে ব্যাপক আলোচনার জন্ম দেয়া শাহেদ ড্রোনের নতুন ভার্সন আনলো ইরান। মধ্যপ্রাচ্যের চলমান উত্তেজনার মধ্যে শনিবার, এক সামরিক কুচকাওয়াজে প্রথমবারের মতো উন্মোচন করা হয় ড্রোনটি। ইরান-ইরাক যুদ্ধ স্মরণে আয়োজিত বিশেষ প্রতিরক্ষা সপ্তাহের উদ্বোধনী দিনে প্রথমবার জনসম্মুখে আনা হয় নতুন ব্যালেস্টিক মিসাইল ‘জিহাদ’। ইরানের দাবি, দুটি সমরাস্ত্রই আরও কার্যকর ও নির্ভুল হামলা চালাতে সক্ষম।

ইরাক-ইরান যুদ্ধের স্মরণে ইরানে শুরু হয়েছে বিশেষ প্রতিরক্ষা সপ্তাহ। শনিবার আয়োজনের উদ্বোধনী দিনে সামরিক শক্তিমত্তা প্রদর্শন করেছে ইরানের বিপ্লবী গার্ড বাহিনী- আইআরজিসির সদস্যরা।

বিশেষ প্রতিরক্ষা সপ্তাহের উদ্বোধনী আয়োজনে ছিলেন দেশটি প্রেসিডেন্ট মাসুদ পেজেশকিয়ান। তার দাবি, ইরান এখন শত্রুদের হাত থেকে নিজেদের রক্ষা করার পাশাপাশি, প্রতিবেশীদের সহায়তা করতেও সক্ষম। এসময় ইসরায়েলকেও কঠোর বার্তা দেন মধ্যমপন্থী এই সরকারপ্রধান।

মাসুদ পেজেশকিয়ান বলেন, আমরা আজ বিশ্ব দরবারে এটি বলতে পারি যে, আমরা আমাদের নিজেদের দেশকে রক্ষা করার পাশাপাশি মধ্যপ্রাচ্যের অন্যদেশগুল সাথে সংহতির মাধ্যমে তাদের শান্তি ও স্থিতিশীলতা বজায় রাখতেও সক্ষম। প্রতিবেশী দেশগুলোকে একত্রিত করে গাজায় গণহত্যা বন্ধে ইসরায়েলি শাসককে বাধ্য করতে হবে। নারী, শিশু ও বয়স্কদের ওপর যে জঘন্য বর্বরতা চালানো হচ্ছে তা বন্ধ করতে হবে।

ইউক্রেনকে কাঁপিয়ে দিয়ে বেশ আলোচনার জন্ম দিয়েছিল রুশ সেনাদের ব্যবহৃত ইরানের শাহেদ ড্রোন। এবার এই ড্রোনের নতুন সংস্করণ এনেছে তেহরান। টার্বোজেট ইঞ্জিন চালিত শাহেদ-১৩৬বি নামের ড্রোনটি আড়াই হাজার কিলোমিটার দূরের লক্ষ্যবস্তু ধ্বংস করতেও সক্ষম।

এদিন, উন্মোচন করা হয়েছে জিহাদ নামের নতুন আরেকটি ব্যালেস্টিক মিসাইলও। ইরানের নিজস্ব প্রযুক্তিতে তৈরি সলিড ফুয়েল চালিত ব্যালেস্টিক মিসাইলটি হামলা চালাতে পারে ১ হাজার কিলোমিটার দূরের লক্ষ্যবস্তুতে। দু’টি সমরাস্ত্রই তৈরি করেছে আইআরজিসির অ্যারোস্পেস ফোর্স।

সর্বশেষ
logo
প্রকাশকঃ অধ্যাপক ড. জোবায়ের আলম
ভারপ্রাপ্ত সম্পাদকঃ তাপস রায় সরকার
মোবাইল: +৮৮০ ১৭৩৬ ৭৮৬৯১৫
কার্যালয় : বিটিটিসি বিল্ডিং (লেভেল:০৩), ২৭০/বি, তেজগাঁও (আই/এ), ঢাকা-১২০৮
মোবাইল: +880 2-8878026, +880 1736 786915, +880 1300 126 624
ইমেইল: tbtbangla@gmail.com (online), ads@thebangladeshtoday.com (adv) newsbangla@thebangladeshtoday.com (Print)
বাংলাদেশ টুডে কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত। অনুমতি ছাড়া এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি ও বিষয়বস্তু অন্য কোথাও প্রকাশ করা বে-আইনী।
Copyright © 2024 The Bangladesh Today. All Rights Reserved.
Host by
linkedin facebook pinterest youtube rss twitter instagram facebook-blank rss-blank linkedin-blank pinterest youtube twitter instagram