ঢাকা
১৬ই জানুয়ারি, ২০২৫ খ্রিস্টাব্দ
সন্ধ্যা ৬:০০
logo
প্রকাশিত : জানুয়ারি ৩, ২০২৫

শেখ হাসিনা আমার বিরাট ক্ষতি করেছে: তসলিমা নাসরিন

গণআন্দোলনের মুখে ক্ষমতাচ্যুত সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার তীব্র সমালোচনা করেছেন নির্বাসিতা লেখিকা তাসলিমা নাসরিন। তার বিতর্কিত বই ‘আমার মেয়েবেলা’ নিষিদ্ধ করা থেকে শুরু করে, পৈত্রিক ভিটা বঞ্চিত করার বিষয়ে হাসিনাকে দায়ী করেছেন তিনি।

শুক্রবার (৩ জানুয়ারি) সামাজিকমাধ্যম ফেসবুকে এক দীর্ঘ স্ট্যাটাস দিয়েছেন তাসলিমা নাসরিন। যেখানে হাসিনাকে ঘিরে নানা প্রসঙ্গ তুলে ধরেছেন তিনি।

অবিশ্বাস্যরকম নিষ্ঠুর ছিলেন হাসিনা

ফেসবুকে তাসলিমা লিখেন, ‘শেখ হাসিনা আমার বিরাট অর্থনৈতিক ক্ষতি করেছেন। আমাকে তিনি আমার পৈত্রিক সম্পত্তির কানাকড়িও পেতে দেননি। সম্পত্তি পেতে হলে আমাকে দেশে উপস্থিত থাকতে হবে, অথবা দেশের কাউকে পাওয়ার অব এটর্নি দিতে হবে, যে আমার হয়ে সম্পত্তি বুঝে নেবে অথবা বিক্রি করবে। আমাকে যেহেতু শেখ হাসিনা দেশে ঢুকতে দেননি, আমি আমার বোনকে পাওয়ার অব এটর্নি দিয়েছিলাম। পাওয়ার অব এটর্নির ডকুমেন্ট বাংলাদেশ দূতাবাস থেকে সত্যায়িত করতে হয়। শেখ হাসিনার নির্দেশে বা ভয়ে দূতাবাসের কেউ আমার পাওয়ার অব এটর্নি সত্যায়িত করেননি। শেখ হাসিনাকে মেইনস্ট্রিম মিডিয়ায় এই মর্মে একাধিক খোলা চিঠি লেখার পরও তিনি সাড়া দেননি। অবিশ্বাস্যরকম নিষ্ঠুর ছিলেন তিনি’। 

বই নিষিদ্ধের মূল হোতা হাসিনা, প্রকাশকদের দেওয়া হতো হুমকি

তাসলিমা লিখেন, কী কারণে তিনি আমার আত্মজীবনীর প্রথম খণ্ড আমার মেয়েবেলা নিষিদ্ধ করেছিলেন, তা তিনিই জানেন। অদ্ভুত হিংসে, ঘৃণা, আর দম্ভে তিনি আচ্ছন্ন থাকতেন। তা র ভয়ে প্রকাশকরা বাংলাদেশে আমার বই প্রকাশ করতেন না।  তিনি নিষিদ্ধ করবেন আমার বই, আমার বই প্রকাশ করলে প্রকাশকদের হেনস্থা করবেন তিনি, এই ভয় ছিল প্রকাশকদের’। 

বিরোধী নেত্রী খালেদাকে সাজা অন্যায়ভাবে প্রদান

নির্বাসিত এই লেখিকার ভাষায়, ‘কী ক্ষতি আমি তার করেছিলাম? কিছুই না। বরং তার পক্ষে কথা বলেছি বহুবার। তিনি নির্বাচনে জিতুন, তিনি বাহাত্তরের সংবিধান ফিরিয়ে আনুন, এমন আশা ব্যক্ত করেছি বহুবার। খালেদা জিয়া যাকে অন্যায়ভাবে নির্বাসনদণ্ড দিয়েছিলেন, তার প্রতি বিরোধী দলের নেত্রী হিসেবে তার সহমর্মিতা থাকার কথা, অথচ তিনি ছিলেন একই রকম ভিনডিকটিভ’। 

অন্যের বাবাকে দু পয়সার মূল্য দিতেন না হাসিনা

হাসিনা অসম্ভব স্বার্থপর ছিলেন দাবি করে তাসলিমা লিখেন, ‘তিনি (হাসিনা) নিজের বাবা নিয়ে কত যে হাহাকার করতেন, অথচ অন্যের বাবাকে তিনি দু'পয়সার মূল্য দিতেন না। যেন তাঁর বাবাই বাবা, অন্যের বাবারা বাবা নয়।  অসম্ভব স্বার্থান্ধ মানুষ ছিলেন। আমার বাবা যখন মৃত্যুশয্যায়, আমি দেশে ফেরার জন্য আকুল ছিলাম, বাবাকে একবার শেষবারের মতো দেখতে চেয়েছিলাম, তাকে শতবার অনুরোধ করেছিলাম যেন আমাকে দেশে ফিরতে বাধা না দেন, তিনি বাধা দিয়েছিলেন, তিনি আমার অনুরোধের দিকে ফিরেও তাকাননি, আমাকে দেশে ফিরতে দেননি।  আত্মম্ভরিতা শেখ হাসিনাকে খুব হীন এবং নীচ বানিয়েছিল’।

নির্বাচনে আওয়ামী লীগের অংশগ্রহণ চান তাসলিমা

আগামী নির্বাচনে আওয়ামী লীগ নিয়ে তাসলিমা লিখেন, ‘তার (হাসিনার) হীনতা আর নীচতার প্রতিশোধ আমি কিন্তু নিচ্ছি না। আমি আওয়ামী লীগের নেতা কর্মী সমর্থকদের ওপর যে নির্যাতন চালাচ্ছে ইউনুস সরকার, তার প্রতিবাদ করছি।  আমি বারবার বলছি সামনের নির্বাচনে আওয়ামী লীগ যেন অংশগ্রহণ করতে পারে, দেশের এই সংকটকালে স্বাধীনতার শত্রুদের প্রতিহত করতে মুক্তিযুদ্ধের পক্ষের শক্তিরা যেন জোট বাঁধে, যেন নির্বাচনে জেতে’।

logo
প্রকাশকঃ অধ্যাপক ড. জোবায়ের আলম
ভারপ্রাপ্ত সম্পাদকঃ তাপস রায় সরকার
মোবাইল: +৮৮০ ১৭৩৬ ৭৮৬৯১৫
কার্যালয় : বিটিটিসি বিল্ডিং (লেভেল:০৩), ২৭০/বি, তেজগাঁও (আই/এ), ঢাকা-১২০৮
মোবাইল: +880 2-8878026, +880 1736 786915, +880 1300 126 624
ইমেইল: tbtbangla@gmail.com (online), ads@thebangladeshtoday.com (adv) newsbangla@thebangladeshtoday.com (Print)
বাংলাদেশ টুডে কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত। অনুমতি ছাড়া এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি ও বিষয়বস্তু অন্য কোথাও প্রকাশ করা বে-আইনী।
Copyright © 2025 The Bangladesh Today. All Rights Reserved.
Host by
linkedin facebook pinterest youtube rss twitter instagram facebook-blank rss-blank linkedin-blank pinterest youtube twitter instagram