স্টাফ রিপোর্টার, কুমিল্লা: কুমিল্লার চৌদ্দগ্রামে ট্রেনে কাটা পড়ে মো. সানজিদ (১৮) নামে এক কলেজ ছাত্রের মৃত্যু হয়েছে। শুক্রবার (৪ অক্টোবর) বেলা ১১টার দিকে উপজেলা গুণবতী রেলস্টেশন এলাকায় এ দুর্ঘটনা ঘটনা ঘটে।
নিহত সানজিদ উপজেলার গুণবতী ইউনিয়নের কর্তাম গ্রামের মো. খালেদ হোসেনের ছেলে। তিনি গুণবতী ডিগ্রি কলেজের একাদশ শ্রেণির ছাত্র ছিলেন। বিকেলে গুণবতী রেলস্টেশনের স্টেশন মাস্টার শেখ আনোয়ার হোসেন বিষয়টি নিশ্চিত করেছেন।
নিহত সানজিদের ফুপা মাস্টার মিলন হোসেন বলেন, শুক্রবার বেলা ১১টার দিকে গুণবতী রেলস্টেশনের গোডাউনের পাশে ফুফুর বাড়ির ঘরের কাজের মিস্ত্রির সাথে কথা বলে বাড়ি ফিরছিলেন সানজিদ। পথিমধ্যে গুণবতী রেলস্টেশনে (৪নং লেনে) চট্টগ্রাম থেকে ছেড়ে আসা সাগরিকা এক্সপ্রেস ট্রেনটি দাঁড়িয়ে থাকতে দেখে বিপরীত দিকে না দেখেই রেললাইনের ওপর দিয়ে হেঁটে রাস্তা পার হচ্ছিলেন তিনি। এ সময় (স্টেশনের ২নং লেন) চট্টগ্রামগামী সোনার বাংলা এক্সপ্রেসের দ্রুতগতির অপর একটি ট্রেনের মুখে পড়ে যায় সানজিদ। মুহুর্তের মধ্যে ট্রেনের নিচে কাটা পড়ে ঘটনাস্থলেই মৃত্যু হয় তার।
গুণবতী রেলস্টেশন মাস্টার শেখ আনোয়ার হোসেন বলেন, চট্টগ্রাম থেকে ছেড়ে আসা সাগরিকা এক্সপ্রেস ১০টা ৪৪ মিনিটে গুণবতী রেলস্টেশনে ৪নং লেনে অবতরণ করে ১০টা ৪৬ মিনিটে ছেড়ে যায়। অপরদিকে চট্টগ্রামগামী সোনার বলা এক্সপ্রেস ১০টা ৪৭ মিনিটে স্টেশনের ২নং লেন দিয়ে অতিক্রম করছিল। এ সময় স্টেশন থেকে একটু দূরে সানজিদ নামে এক ছেলে কাটা পড়ে নিহত হওয়ার খবর পেয়েছি। আমরা ঘটনাস্থলে যাওয়ার আগেই স্থানীয়রা লাশ নিয়ে গেছে।
লাকসাম রেলওয়ে থানা পুলিশের (জিআরপি) ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মাসুদ আলম বলেন, সাংবাদিকদের কাছে ঘটনাটি শুনেছি। বিস্তারিত জানতে গুণবতী রেলওয়ের সাথে কথা বলে ফোর্স পাঠিয়েছি। পুলিশ ফোর্স যাওয়ার আগেই স্বজনরা মরদেহ নিয়ে যান। এ ঘটনায় কেউ কোনো অভিযোগ দেননি। অভিযোগ পেলে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।