বায়ুদূষণে বিশ্বের শহরগুলোর তালিকায় ঢাকার অবস্থান তৃতীয়। একিউআই সূচকে ২৬০ স্কোর নিয়ে ঢাকার বাতাসের মান ‘খুবই অস্বাস্থ্যকর’ পর্যায়ে রয়েছে। শনিবার সকাল ৯টায় বায়ুর মান পর্যবেক্ষণকারী সংস্থা আইকিউ এয়ারের সূচক থেকে এ তথ্য জানা গেছে।
এসময় সাভারের হেমায়েতপুর ও মহাখালীর আইসিডিডিআরবি এলাকায় যথাক্রমে ৩০৪ ও ৩৫২ একিউআই স্কোর নিয়ে বাতাসের মান ‘ঝুঁকিপূর্ণ’ পর্যায়ে রয়েছে।
পুরান ঢাকার বেচারাম দেউড়ি, আগা খান অ্যাকাডেমি, ঢাকাস্থ মার্কিন দূতাবাস, গুলশান তেজগাঁও এলাকায় বাতাসের মান খুবই অস্বাস্থ্যকর পর্যায়ে রয়েছে।
গতকালের মতোই শনিবার সকালে বিশ্বের শহরগুলোর তালিকায় দূষণে শীর্ষে রয়েছে ভারতের দিল্লি। তালিকায় দ্বিতীয় স্থানে রয়েছে পাকিস্তানের লাহোর। শহর দুটির বাতাসের স্কোর যথাক্রমে ৮৭২ এবং ৭৯০।
কিছুদিন ধরেই শহরদুটিতে ভয়াবহ দূষণ বিরাজ করছে। গতকাল দূষণের কারণে দিল্লীর স্কুলগুলো বন্ধ করে অনলাইন ক্লাস নেওয়ার সিদ্ধান্ত নেয়। এর আগে গত সপ্তাহে দূষণের কারণে লাহোরের স্কুল বন্ধ করে কর্তৃপক্ষ। সুইজারল্যান্ডভিত্তিক বায়ুর মান পর্যবেক্ষণকারী সংস্থা আইকিউ এয়ার বায়ুদূষণের রিয়েল টাইম তথ্য সরবরাহ করে।
আইকিউ এয়ারের মানদণ্ড অনুযায়ী, স্কোর শূন্য থেকে ৫০-এর মধ্যে থাকলে বায়ুর মান ভালো বলে বিবেচিত হয়। ৫১ থেকে ১০০ হলে মাঝারি বা সহনীয় ধরা হয় বায়ুর মান। সংবেদনশীল গোষ্ঠীর জন্য অস্বাস্থ্যকর হিসেবে বিবেচিত হয় ১০১ থেকে ১৫০ স্কোর।
১৫১ থেকে ২০০ পর্যন্ত অস্বাস্থ্যকর হিসেবে বিবেচিত হয়। স্কোর ২০১ থেকে ৩০০ হলে খুবই অস্বাস্থ্যকর বলে বিবেচনা করা হয়।
এ ছাড়া ৩০১-এর বেশি হলে তা দুর্যোগপূর্ণ বলে বিবেচিত হয়।